ঢাকা, বাংলাদেশ   রোববার ১৩ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২

আবু সাঈদের হত্যাকাণ্ডের সংবাদ কাভারেজে এই তিনজনই ছিলেন মূল নায়ক

প্রকাশিত: ১৪:৪৪, ১৩ জুলাই ২০২৫

আবু সাঈদের হত্যাকাণ্ডের সংবাদ কাভারেজে এই তিনজনই ছিলেন মূল নায়ক

ছবি: সংগৃহীত

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম আজ রবিবার (১৩ জুলাই) তাঁর ফেসবুক প্রোফাইলে কয়েকজন সাংবাদিকদের সাথে তোলা কিছু ছবি শেয়ার করেন। ছবি শেয়ার করে তিনি যে ক্যাপশন লিখেন এর বাংলা করলে দাড়ায়-

রংপুরের তিন সাংবাদিক আদর, সিয়াম ও আরমান—রংপুর পুলিশের হাতে আবু সাঈদের হত্যাকাণ্ডের সংবাদ কাভারেজে এই তিনজনই ছিলেন মূল নায়ক। আদর তোলেন ৩৫০টি ছবি, সিয়াম ফেসবুকে ঘটনার সরাসরি সম্প্রচার করেন, আর আরমান তা সরাসরি সম্প্রচার করেন এনটিভিতে। এই ঘটনার সময় সিয়ামের শরীরে একাধিক শটগানের গুলি লাগে। পুলিশ আরমানকে হত্যা মামলার হুমকি দেয়, আদরকেও হুমকি দেওয়া হয়।

শিহাব

×