ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৭ জুলাই ২০২৫, ২ শ্রাবণ ১৪৩২

১০ জুলাই বাংলা ব্লকেড নিয়ে যে ঘোষণা দিয়েছিলেন সমন্বয়ক আসিফ মাহমুদ

প্রকাশিত: ১৪:৪৩, ১০ জুলাই ২০২৫; আপডেট: ১৪:৪৫, ১০ জুলাই ২০২৫

১০ জুলাই বাংলা ব্লকেড নিয়ে যে ঘোষণা দিয়েছিলেন সমন্বয়ক আসিফ মাহমুদ

ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ‘বাংলা ব্লকেড’ কর্মসূচি নিয়ে গত বছর ১০ জুলাই ঘোষণা দেন আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ।

এক বিবৃতিতে তিনি বলেন, "বাংলাদেশের প্রতিটি অঞ্চলে, প্রতিটি সড়কে, প্রতিটি রেললাইনে আগামীকাল বিকেল সাড়ে তিনটা থেকে ‘বাংলা ব্লকেড’ কর্মসূচি অব্যাহত থাকবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে থেকে কেন্দ্রীয়ভাবে কর্মসূচি শুরু হবে। পাশাপাশি, সারা দেশের শিক্ষার্থীরা নিজ নিজ এলাকায় গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান নিয়ে কর্মসূচি পালন করবে।"

তিনি আরও বলেন, "গতকাল আমাদের এক ঘোষণায় সারাদেশে আজ কোনো ট্রেন চলাচল করতে পারেনি। এটি ছাত্র সমাজের জয়। আমরা মনে করি, এই ঘটনা প্রমাণ করেছে— ছাত্র সমাজ আন্দোলনে নামলে নিজেদের ন্যায্য দাবি আদায় করতে সক্ষম।"

নির্বাহী বিভাগকে উদ্দেশ করে তিনি বলেন, "আমরা দ্রুততম সময়ে আমাদের দাবির বাস্তবায়ন চাই, যাতে আমরা পড়ার টেবিলে ফিরে যেতে পারি। আমাদের যেন আর রৌদ্রের তাপে সড়কে থাকতে না হয় এবং তথাকথিত জনদুর্ভোগও এড়ানো যায়।"

আবির

×