ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৯ মে ২০২৫, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩২

সংস্কার ছাড়া নির্বাচন হলে সেটি বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে গ্রহণযোগ্য কয়েকটি নির্বাচনের চেয়েও খারাপ হবে

প্রকাশিত: ১৪:১৯, ২৭ মে ২০২৫; আপডেট: ১৪:২০, ২৭ মে ২০২৫

সংস্কার ছাড়া নির্বাচন হলে সেটি বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে গ্রহণযোগ্য কয়েকটি নির্বাচনের চেয়েও খারাপ হবে

ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলেছেন, সংবিধান সংস্কার এখনই করতে হবে, আগামী নির্বাচনের আগেই। তার মতে, নির্বাচন-পরবর্তী কোনো সংস্কার জনগণের কাছে গ্রহণযোগ্য হবে না।

তুষার বলেন, "আমরা বলছি, গণতান্ত্রিক সংস্কার এখনই করতে হবে। পার্লামেন্টে গিয়ে সংখ্যাগরিষ্ঠতার জোরে প্রস্তাব পাস করাই একমাত্র পথ নয়। আদালত বা পরবর্তী সংসদ সেগুলো বাতিলও করে দিতে পারে। আমরা তা চাই না।"

তিনি বলেন, "সব রাজনৈতিক দলকে একসঙ্গে বসে সিদ্ধান্ত নিতে হবে—এই সংস্কার কীভাবে হবে। গণপরিষদ গঠন করে, গণভোটের মাধ্যমে, নাকি একটি জাতীয় চার্টার প্রণয়নের মাধ্যমে? যেভাবেই হোক, ঐকমত্যের ভিত্তিতে সিদ্ধান্ত নিতে হবে।"

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, "সংস্কার ছাড়া নির্বাচন হলে সেটি বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে গ্রহণযোগ্য কয়েকটি নির্বাচনের চেয়েও খারাপ হবে।"

তুষার স্পষ্ট করে বলেন, “আগামী নির্বাচনের বৈধতা নির্ভর করছে এই সংস্কারের ওপর। প্রধান উপদেষ্টা যদি সত্যিই একটি ভালো নির্বাচন করতে চান, তবে তাকে আগে এই সংস্কার নিশ্চিত করতে হবে।”

 

সূত্র: https://www.youtube.com/watch?v=x6YrRMSIH4s

আবির

×