
ছবি:সংগৃহীত
একাত্তরের মুক্তিযুদ্ধকালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডাদেশ থেকে জামায়াত নেতা এ টি এম আজহারুল ইসলাম খালাস পেয়েছেন। প্রধান বিচারপতির নেতৃত্বাধীন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ তার দণ্ডের বিরুদ্ধে করা রিভিউ আবেদন সর্বসম্মতভাবে গ্রহণ করে পূর্বের মৃত্যুদণ্ডের রায় বাতিল করে দেয়।
এই রায় নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুল তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি লেখেন, “নির্দোষ প্রমাণ হওয়ায় মুক্তিযুদ্ধকালের মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ড থেকে খালাস পেয়েছেন এ টি এম আজহারুল ইসলাম। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া মৃত্যুদণ্ডের রায় এবং আপিল বিভাগের পূর্ববর্তী রায় আজকের রায়ের মাধ্যমে বাতিল করা হয়েছে।”
তিনি আরও উল্লেখ করেন, “এই ন্যায়বিচার প্রতিষ্ঠার সুযোগের কৃতিত্ব জুলাই গণআন্দোলনের অকুতোভয় নেতৃত্বের। এই সুযোগকে রক্ষা করা এখন আমাদের সবার দায়িত্ব।”
ড. নজরুলের এই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। অনেকেই বিষয়টিকে ‘বিচারের বিজয়’ হিসেবে দেখছেন, আবার অনেকে বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছেন। তবে সর্বোপরি, সুপ্রিম কোর্টের সর্বোচ্চ পর্যায়ের এই রায় দেশে মানবাধিকার ও আইনের শাসন প্রতিষ্ঠায় এক গুরুত্বপূর্ণ নজির হিসেবে বিবেচিত হচ্ছে।
আঁখি