ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৯ মে ২০২৫, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩২

মাঝ আকাশে নারী ক্রুকে হেনস্তা

‘তোমাকে আমার বিছানায় ডাকছি না’

প্রকাশিত: ২১:৩০, ২৬ মে ২০২৫

‘তোমাকে আমার বিছানায় ডাকছি না’

ছবি: সংগৃহীত।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা-দুবাই ফ্লাইটে নারী সহকর্মীর বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে ফ্লাইট পারসার আব্দুর রহমান সুমনের বিরুদ্ধে। ভুক্তভোগী নারী কেবিন ক্রু ৪ মে বিমানের গ্রাহক সেবা বিভাগে লিখিত অভিযোগ করেন। অভিযোগে তিনি জানান, ১ মে বিজি ০১৪৭ ফ্লাইট চলাকালে পারসার সুমন তার কানে কানে অশালীন মন্তব্য করেন এবং শরীরের সংবেদনশীল অংশ নিয়ে অশোভন কথাবার্তা বলেন।

অভিযোগ জানানোর পর থেকে ওই নারী সহকর্মী হুমকি পাচ্ছেন বলেও জানা গেছে। বিমানের একটি প্রভাবশালী মহল অভিযোগটি ধামাচাপা দিতে চাপ সৃষ্টি করছে বলে অভিযোগ। যদিও নিয়ম অনুযায়ী অভিযোগটি ‘যৌন নিপীড়ন প্রতিরোধ কমিটিতে’ পাঠানোর কথা থাকলেও, তা এখনও হয়নি।

ফ্লাইট সার্ভিস বিভাগের একাধিক সূত্র জানায়, এর আগেও সুমনের বিরুদ্ধে মৌখিকভাবে নারীকর্মীদের হয়রানির অভিযোগ উঠেছিল, কিন্তু কর্তৃপক্ষ তা আমলে নেয়নি।

এ বিষয়ে বিমানের মুখপাত্র এবিএম রৌশন কবির বলেন, "অভিযোগ যাচাই-বাছাই চলছে। প্রাথমিক সত্যতা মিললে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।"

তবে ভুক্তভোগী ও তার সহকর্মীদের আশঙ্কা, অভিযুক্ত কর্মকর্তার প্রভাবের কারণে এবারও হয়তো ঘটনা ধামাচাপা পড়ে যাবে।

নুসরাত

×