ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৩ মে ২০২৫, ৯ জ্যৈষ্ঠ ১৪৩২

গাজায় ক্ষুধার্ত শিশুর কান্না: একমুঠো খাবারের জন্য দীর্ঘ অপেক্ষা

প্রকাশিত: ০৯:১৬, ২৩ মে ২০২৫

গাজায় ক্ষুধার্ত শিশুর কান্না: একমুঠো খাবারের জন্য দীর্ঘ অপেক্ষা

ছবি: সংগৃহীত (আনাদোলু)

গাজার প্রতিটি সকাল যেন মৃত্যু আর ধ্বংসের নতুন বার্তা নিয়ে আসে। গতকাল ভোর থেকে ইসরায়েলি বাহিনীর চালানো একের পর এক হামলায় অন্তত ৫১ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন বলে জানিয়েছে আল জাজিরা।

পুরো গাজা উপত্যকায় চলছে লাগাতার বোমা বর্ষণ, যেখানে নিরাপদ আশ্রয়ের কোনো নিশ্চয়তা নেই। মৃতদের অধিকাংশই নারী ও শিশু বলে জানিয়েছে স্থানীয় স্বাস্থ্যকর্মীরা।

ছবি: খাবার নিতে দীর্ঘক্ষণ লাইনে অপেক্ষা করছে ক্ষুধার্ত গাজাবাসী (আনাদোলু)

ইসরায়েলি বাহিনী শুধুমাত্র গাজা নয়, পশ্চিম তীরেও অভিযান চালাচ্ছে। জেনিন শরণার্থী শিবির পরিদর্শনে যাওয়া একদল বিদেশি কূটনীতিককে লক্ষ্য করে ইসরায়েলি বাহিনী ‘ওয়ার্নিং শট’ চালায় বলে নিশ্চিত করেছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম।

এই ঘটনায় বিশ্বজুড়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। মানবাধিকার সংগঠনগুলো বলছে, ‘এটি কূটনৈতিক প্রটোকলের চরম লঙ্ঘন’।

ক্ষুধার্ত শিশুর কান্না: গাজা শহরে খাবারের লাইনে দীর্ঘ অপেক্ষা

দাতব্য সংস্থাগুলো যতটুকু সম্ভব করছে, কিন্তু ইসরায়েলি অবরোধের কারণে খাদ্য, ওষুধ ও ন্যূনতম জীবনযাপনের উপকরণ পৌঁছাতে পারছে না প্রয়োজনীয় হারে।

একজন ফিলিস্তিনি কন্যাশিশু কান্নায় ভেঙে পড়ে, যখন সে গাজা শহরে একটি দাতব্য সংস্থার দেওয়া খাবারের লাইনে অপেক্ষা করছিল। (ছবি: হামজা জেড এইচ কুরাইকা/আনাদোলু)

 

সূত্র: আল জাজিরা।

রাকিব

আরো পড়ুন  

×