
ছবি: সংগৃহীত
গণমাধ্যম নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, সাংবাদিকদের বিরুদ্ধে যেসব হত্যা মামলা হয়েছে, সেগুলোর তদন্ত চলছে এবং যারা জড়িত নয়, তাদের চিন্তার কোনো কারণ নেই।
বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে "গণঅভ্যুত্থান পরবর্তী গণমাধ্যমের হালচাল" শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রেস সচিব শফিকুল আলম বলেন, “আপনারা অনেকে বলেন ২৬৬টা হত্যা মামলা হয়েছে, আরও নানা কথা শোনা যায়। কিন্তু প্রকৃতপক্ষে আমরা কি কোনো সাংবাদিককে বলেছি যে আপনি সাংবাদিকতা করতে পারবেন না? কেউ আগের সরকারের আদর্শে বিশ্বাস করতেন বলে কি আমরা তার চাকরি খাইয়েছি? কখনো কি শুনেছেন বর্তমান সরকার কোনো সাংবাদিককে চাকরিচ্যুত করেছে বা নির্দেশ দিয়েছে?”
তিনি আরও বলেন, “আমরা কাউকে চাকরিচ্যুত করছি না, কাউকে বকাঝকা করছি না। অথচ আগে 'আমার দেশ', 'দিগন্ত টিভি', 'ইসলামিক টিভি'-এর মতো গণমাধ্যমগুলো একদিনের নোটিশে বন্ধ করে দেওয়া হয়েছিল।”
সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, কর্মরত সাংবাদিকদের ব্যক্তিগত সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো বিষয়ে মতামত প্রকাশ করা থেকে বিরত থাকা উচিত, কারণ এতে বিভ্রান্তি সৃষ্টি হতে পারে।
তিনি স্পষ্ট করে জানান, অন্তর্বর্তীকালীন সরকার এখন পর্যন্ত কোনো গণমাধ্যম প্রতিষ্ঠান বন্ধ করেনি এবং চাকরিচ্যুতির পেছনেও সরকারের কোনো ভূমিকা নেই।
: https://www.youtube.com/watch?v=sfHeXeqA0sY
এএইচএ