
৭১’র রিপ্লেস ২৪ বিতর্ক ভালো ফল আনবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স।
তিনি বলেন, দীর্ঘ ব্রিটিশ বিরোধী শাসন-শোষণের বিরুদ্ধে সংগ্রাম করতে করতে মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে দেশ অর্জন করেছি। তারপরে গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হয়নি বলেই ৯০ এর গণঅভ্যুত্থান ও ২৪ এর গণঅভ্যুত্থান আমাদের সংগঠিত করতে হয়েছে। তাহলে আমাদের অন্যতম ভিত্তি হচ্ছে একাত্তর। ৭২ এর সংবিধান, তার কতগুলো অসম্পূর্ণতা ছিল সেটা দূর করতে হবে। এটাকে পুনর্লিখন বা অন্য কিছুর প্রয়োজন নেই।
তিনি আরো বলেন, ৭১ এর চেতনাকে বাদ দিয়ে এমন কোন কাজের সুযোগ সংস্কারের নামেও দেওয়াটা যথাযথ হবে না বলে আমরা মনে করি। আমরা যে লক্ষ্য থেকে অগ্রসর হচ্ছি কমিউনিস্ট পার্টি, আপনারা সংস্কারের কাজ কিছুটা হলেও যদি সংস্কারের বক্তব্য ঐক্যমত হয়ে রেডি করে যেতে পারেন সেটা আমাদের জন্য একটা পজিটিভ কাজ হিসেনে বিবেচিত হবে।
প্রিন্স বলেন, সংস্কারের দায়িত্ব দেশের জনগণই পালন করবে, দেশের জনগণকে একসাথে এনে মত নেয়া যাবে না। মত নেয়ার পদ্ধতি হলো একটা সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করা। নির্বাচিত সংসদ ঐক্যমত হওয়া সংস্কারের কাজ সম্পূর্ণ করবে।
অনেক সময় ৭১'কে ২৪ দিয়ে রিপ্লেস করা হচ্ছে, আমরা বলেছি এটা যথাযথ না। মুক্তিযুদ্ধের চেতনা যেমন থাকবে, সেই সাথে ২৪ এর গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষাও থাকবে।
রিফাত