
ছবি: সংগৃহীত
ভারত-পাকিস্তানের চলমান সামরিক উত্তেজনার প্রেক্ষাপটে বাংলাদেশের সীমান্ত ঘেঁষা জেলাগুলোর পুলিশ সুপারদের সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম।
বুধবার (৭ মে) বিকেলে সুপ্রিম কোর্ট ফেডারেশনে আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই নির্দেশনার কথা জানান।
আইজিপি বলেন, “যুদ্ধ পরিস্থিতির কারণে যাতে বাংলাদেশের নিরাপত্তা বিঘ্নিত না হয় এবং কোনো জঙ্গি বা সন্ত্রাসী যাতে সীমান্ত পেরিয়ে দেশে প্রবেশ করতে না পারে, সে লক্ষ্যে সীমান্ত জেলাগুলোর পুলিশ কর্মকর্তাদের সতর্ক থাকতে বলা হয়েছে।”
অনুষ্ঠানে বাংলাদেশ পুলিশ ক্লাবের সভাপতি ও পিবিআইর অতিরিক্ত আইজিপি মো. মোস্তফা কামালসহ পুলিশের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অন্যদিকে, ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনার প্রেক্ষিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ। বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে দুই প্রতিবেশী দেশকে শান্ত ও সংযত থাকার আহ্বান জানানো হয়। বাংলাদেশের অবস্থান অনুযায়ী, আঞ্চলিক স্থিতিশীলতা ও শান্তি বজায় রাখতে কূটনৈতিক মাধ্যমে উত্তেজনা প্রশমনের প্রয়োজন রয়েছে। ঢাকা আশা প্রকাশ করে, শেষ পর্যন্ত এই অঞ্চলের জনগণের বৃহত্তর কল্যাণে শান্তির পথই বেছে নেবে দুই দেশ।
প্রসঙ্গত, কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর সন্ত্রাসী হামলার জেরে মঙ্গলবার মধ্যরাতে পাকিস্তানের অন্তত ৯টি স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত। এতে পাকিস্তানের পক্ষ থেকে ২৬ জন নিহত এবং ৪৬ জন আহত হওয়ার দাবি করা হয়। পাল্টা হামলায় পাকিস্তানও ভারতের পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে। ভারতশাসিত কাশ্মীরে অন্তত ১০ জন নিহত এবং ৩২ জন আহত হয়েছেন বলে জানা গেছে।
এসএফ