ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৮ মে ২০২৫, ২৫ বৈশাখ ১৪৩২

বাংলাদেশে ভারতীয়দের অনুপ্রবেশ নিয়ে উদ্বেগ, যা বললেন নিরাপত্তা উপদেষ্টা

প্রকাশিত: ২০:৪৯, ৭ মে ২০২৫

বাংলাদেশে ভারতীয়দের অনুপ্রবেশ নিয়ে উদ্বেগ, যা বললেন নিরাপত্তা উপদেষ্টা

জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান সাংবাদিকদের সঙ্গে আলাপকালে

জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান জানিয়েছেন, ভারত থেকে জোর করে মানুষ বাংলাদেশে প্রবেশ করানোর ঘটনা গ্রহণযোগ্য নয়। তিনি বলেন, যদি কোনো ব্যক্তি প্রকৃতপক্ষে বাংলাদেশি নাগরিক হন, তাহলে আনুষ্ঠানিক প্রক্রিয়ায় তা জানানো ও পাঠানো উচিত।

বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

নিরাপত্তা উপদেষ্টা জানান, এ বিষয়ে ভারতের সঙ্গে আলোচনা চলছে এবং দিল্লিকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে, জোরপূর্বক প্রবেশ গ্রহণযোগ্য নয়। ভারত যদি দাবি করে যে, এরা বাংলাদেশি, তাহলে যথাযথ কাগজপত্র ও প্রক্রিয়া অনুসরণ করেই তাদের ফেরত পাঠাতে হবে।

সম্প্রতি মেহেরপুরের মুজিবনগর সীমান্ত দিয়ে ১০ জনকে বাংলাদেশে ঠেলে পাঠিয়েছে বিএসএফ। ওই ব্যক্তিরা জানান, ভারতীয় সীমান্তরক্ষীরা কাঁটাতারের বেড়া খুলে জোর করে তাদের বাংলাদেশের ভেতরে ঠেলে দেয়। বিজিবির কাছে তারা বিষয়টি জানিয়েছে।

বাংলাদেশ সরকার এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে এবং সীমান্তে এমন অনুপ্রবেশ প্রতিরোধে প্রয়োজনীয় কূটনৈতিক পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছে।

এসএফ 

×