ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৮ মে ২০২৫, ২৫ বৈশাখ ১৪৩২

মনোহরদীতে প্রাইভেটকার-সিএনজির সংঘর্ষে সিএনজি চালক নিহত, আহত ২

স্টাফ রিপোর্টার, নরসিংদী

প্রকাশিত: ১৮:২০, ৭ মে ২০২৫

মনোহরদীতে প্রাইভেটকার-সিএনজির সংঘর্ষে সিএনজি চালক নিহত, আহত ২

ছবিঃ সংগৃহীত

নরসিংদীর মনোহরদীতে প্রাইভেট কার ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সিএনজি চালক নিহত হয়েছে। এই ঘটনায় সিএনজির অপর দুই যাত্রী গুরুতর আহত হয়েছে।

গতকাল বুধবার সকালে মনোহরদী উপজেলার চঙ্গ ভাণ্ডা এলাকার ভাই ভাই পেট্রোল পাম্প ও মুরগীর বাজারের মধ্যবর্তী একটি কালভার্টের উপর এ দুর্ঘটনা ঘটে। নিহত সিএনজি চালকের নাম মো. শাহিন মিয়া (৩৫)। তিনি মনোহরদী উপজেলার শুকুন্দী ইউনিয়নের নারান্দি গ্রামের মো. কামাল উদ্দিনের ছেলে।

পুলিশ ও স্থানীয়ারা জানায়, নরসিংদী থেকে মনোহরদীর হাতিদিয়া অভিমুখী একটি প্রাইভেট  কারের সঙ্গে বিপরীত দিক থেকে আসা সিএনজির মুখোমুখি সংঘর্ষে শাহিন গুরুতর আহত হন । তাকে শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তিনি মারা যান।

এই ঘটনায় গুরুতর আহত দুই যাত্রীকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে।

মনোহরদী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শহিদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘দুর্ঘটনা সম্পর্কিত আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।’

এ ঘটনায় কাউকে আটক করা যায়নি বলেও জানান তিনি।

 

আরশি

×