ঢাকা, বাংলাদেশ   রোববার ০৪ মে ২০২৫, ২১ বৈশাখ ১৪৩২

শিবচরে আড়িয়াল খাঁ নদে গোসল করতে নেমে নিখোঁজ কিশোরী

নিজস্ব সংবাদদাতা, মাদারীপুর ও শিবচর

প্রকাশিত: ২০:৩৭, ৩ মে ২০২৫

শিবচরে আড়িয়াল খাঁ নদে গোসল করতে নেমে নিখোঁজ কিশোরী

ছবিঃ প্রতিবেদক

মাদারীপুরের শিবচরে আড়িয়াল খাঁ নদে গোসল করতে নেমে জান্নাতুল আক্তার(১৬) নামে এক কিশোরী স্রোতের টানে তলিয়ে গেছে বলে জানা গেছে। শনিবার দুপুরে ফুফাতো বোনকে নিয়ে গোসল করতে এসে স্রোতে তলিয়ে যায় জান্নাতুল। নিখোঁজ জান্নাতুল একই উপজেলার উমেদপুর ইউনিয়নের কাঁচিকাটা এলাকার প্রবাসী গনি ফকিরের মেয়ে। শুক্রবার নদের পাড় সংলগ্ন চরশ্যামাইল এলাকায় ফুফু বাড়িতে বেড়াতে আসে জান্নাতুল। সে স্থানীয় একটি মাদ্রাসায় হেফজ বিভাগের শিক্ষার্থী ছিল।

জানা গেছে, শনিবার (৩ মে) দুপুরে ফুফু বাড়ি থেকে ফুফাতো বোন তাবাসসুমকে(৭) নিয়ে পাশের আড়িয়াল খাঁ নদে গোসল করতে যায় জান্নাতুল। সাঁতার না জানায় নদের পাড়েই পানিতে নেমে গোসল করছিল তারা। গোসল করার সময় অসর্তক অবস্থায় ঢেউ ও স্রোতের ভেতরে চলে যায় দুজন। এ সময় তাবাসসুম হাত টেনে ধরলেও স্রোতের টানে ধরে রাখতে না পারায় জান্নাতুল পানিতে তলিয়ে যায়। এতে ভয় পেয়ে তাবাসসুম বাড়িতে খবর দিলে আশেপাশের লোকজন এসে খোঁজাখুজি শুরু করে। জান্নাতুলকে না পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দিলে মাদারীপুর ফায়ার সার্ভিসের ডুবুরীদল ঘটনাস্থলে এসে উদ্ধারে নামে। তবে সন্ধা ৭ টা পর্যন্ত কোন সন্ধান পাওয়া যায়নি নিখোঁজ কিশোরীর।

নিখোঁজ কিশোরীর চাচা মো. সোহেল বলেন, ‘আমার ভাতিজি আমার বোনের বাড়িতে বেড়াতে আসে গতকাল। আজ দুপুরে আমরা খবর পাই গোসল করতে এসে নদীতে তলিয়ে গেছে। নদীতে অনেক স্রোত।’

স্থানীয় কালু সরদার বলেন, ‘দুপুরে বৃষ্টির সময় নদীতে গোসল করতে আসে জান্নাতুল ও তার ফুফাতো বোন তাবাসসুম। কিছু সময় পর তাবাসসুম বাড়িতে এসে আমার কাছে বলে স্রোতে টেনে নিয়ে গেছে জান্নাতুলকে। তাবাসসুম ধরে রেখেছিল। কিন্তু পরে আর পারে নাই ধরে রাখতে। তাবাসসুম সাঁতার জানলেও জান্নাতুল সাঁতার জানতো না।

মাদারীপুর ফায়ার সার্ভিসের টিম লিডার মো.লিয়াকত হোসেন বলেন, ‘শিবচর ফায়ার সার্ভিস থেকে আমাদের জানালে দুইজন ডুবুরী নিয়ে বিকেল ৪ টা থেকে উদ্ধারে নামি। নদীতে স্রোত রয়েছে। ধারণা করা হচ্ছে স্রোতের টানে দূরে চলে গেছে। তারপরও আমরা নিখোঁজ মেয়েটিকে উদ্ধারে চেষ্টা করে যাচ্ছি।

আরশি

×