
ছবি: সংগৃহীত
কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলার পর ভারত-পাকিস্তানের মধ্যে সম্পর্ক ক্রমেই অবনতির দিকে যাচ্ছে। সীমান্তে টানা গোলাগুলি, কূটনৈতিক হুমকি, যুদ্ধ মহড়া এবং পারস্পরিক নিষেধাজ্ঞার মধ্য দিয়ে দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি ভয়াবহ মোড় নিচ্ছে। এমন উত্তেজনাকর প্রেক্ষাপটে চীনের প্রকাশ্য পাকিস্তান সমর্থন বিষয়টিকে আরও জটিল করে তুলেছে।
দক্ষিণ এশিয়ায় কূটনৈতিকভাবে ভারত ক্রমেই একঘরে হয়ে পড়ছে বলে মনে করছেন বিশ্লেষকেরা। ঠিক এই সময়ই বিস্ফোরক মন্তব্য করে আলোচনার কেন্দ্রে চলে এসেছেন বিডিআর কমিশনের প্রধান ও সাবেক মেজর জেনারেল আ ল ম ফজলুর রহমান। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, ‘ভারত পাকিস্তান আক্রমণ করলে বাংলাদেশের উচিত হবে উত্তর-পূর্ব ভারতের সাত রাজ্য দখল করে নেয়া।’
এই মন্তব্য ঘিরে সামাজিক মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বিষয়টি নিয়ে এবার বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার। শুক্রবার (২ মে) পররাষ্ট্র মন্ত্রাণালয়ের দেওয়া এক বিবৃতিতে আ ল ম ফজলুর রহমানের বক্তব্যকে তার ‘ব্যক্তিগত’ মতামত বলে অবিহিত করা হয়েছে।
আ ল ম ফজলুর রহমানের বক্তব্যের প্রতিক্রিয়ায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া বিবৃতিতে জানানো হয়, ফজলুর রহমানের মন্তব্য বাংলাদেশ সরকারের নীতির প্রতিফলন নয়। সরকার তার বক্তব্যের সঙ্গে একমত নয় এবং কোনোভাবে তা সমর্থন করে না।
বিবৃতিতে বলা হয়, ‘বাংলাদেশ সরকার এটা পরিষ্কার করতে চায়, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আ ল ম ফজলুর রহমান তার সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্টে যেসব বক্তব্য দিয়েছেন, সেগুলো সম্পূর্ণরূপে তার ব্যক্তিগত অবস্থান থেকে দেওয়া। এসব মন্তব্য বাংলাদেশ সরকারের অবস্থান বা নীতির প্রতিফলন নয় এবং সে কারণে, সরকার কোনোভাবে এই বক্তব্যকে সমর্থন করে না, কিংবা প্রকাশও করে না।’
ফজলুর রহমানের বক্তব্যের সঙ্গে বাংলাদেশ সরকারের অবস্থানকে না মেলানোর আহ্বানও জানানো হয়েছে বিবৃতিতে। পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ‘বাংলাদেশ সব দেশের সার্বভৌমত্ব, ভৌগোলিক অখণ্ডতা, পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং শান্তিপূর্ণ সহাবস্থানের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ।’
ভারত-শাসিত কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের উপর সন্ত্রাসী হামলার পর প্রতিবেশী পাকিস্তানের সঙ্গে উত্তেজনার মধ্যে ভারতের সাত রাজ্য দখল নিয়ে ফজলুর রহমানের বক্তব্য আলোচনার জন্ম দেয়। সাবেক সামরিক কর্মকর্তার এমন মন্তব্য এমন এক সময়ে এসেছে, যখন ভারত-পাকিস্তান সীমান্তে টানা গোলাগুলি চলছে এবং আঞ্চলিক উত্তেজনা সর্বোচ্চ মাত্রায় পৌঁছেছে।
গত ২৯ এপ্রিল এক ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘ভারত পাকিস্তান আক্রমণ করলে বাংলাদেশের উচিৎ হবে উত্তর-পূর্ব ভারতের সাত রাজ্য দখল করে নেয়া। এব্যাপারে চীনের সাথে যৌথ সামরিক ব্যবস্থা নিয়ে আলোচনা শুরু করা প্রয়োজন বলে মনে করি।’
ভারতীয় সংবাদমাধ্যমে তার এ বক্তব্য ফলাও করে প্রচার করা হয়েছে। ওই খবরগুলোতে ফজলুর রহমানকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচয় দেওয়া হয়েছে।
সূত্র: https://www.youtube.com/watch?v=85IyalxCtm8
রাকিব