
ছবি: জনকন্ঠ
আজ ২ মে, শুক্রবার জুমার নামাজের পর রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদ প্রাঙ্গণ থেকে হেফাজতে ইসলামের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রস্তাবের বিরুদ্ধে এই মিছিল আয়োজন করা হয়।
বিক্ষোভ মিছিলটি বায়তুল মোকাররম মসজিদ থেকে শুরু হয়ে পল্টন, বিজয়নগর এলাকা প্রদক্ষিণ করে। মিছিলে অংশ নেওয়া হেফাজত নেতারা বলেন, প্রস্তাবিত নারী সংস্কার কমিশন ইসলামী শরীয়াহর সম্পূর্ণ পরিপন্থী। তারা এ প্রস্তাব বাতিলের দাবি জানিয়ে সরকারকে হুঁশিয়ারি দেন।
হেফাজতে ইসলাম জানিয়েছে, আগামীকাল ৩ মে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে তাদের পূর্বনির্ধারিত মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। আজকের এই বিক্ষোভ মূলত সেই সমাবেশের প্রচারের অংশ হিসেবেও দেখা যাচ্ছে। সংগঠনটি বলছে, নারী সংস্কারের নামে ধর্মীয় মূল্যবোধে আঘাত মেনে নেওয়া হবে না।
আবীর