
মহান মে দিবস ২০২৫
বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে ঢাকাসহ সারাদেশে নানা আয়োজনে ও যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত হয়েছে। ‘মহান মে দিবস ২০২৫’ এর প্রতিপাদ্য ছিল ‘শ্রমিক-মালিক এক হয়ে, গড়ব এ দেশ নতুন করে’।
১৮৮৬ সালে মে মাসের ১ তারিখে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে দৈনিক আট ঘণ্টা কাজের দাবিতে আন্দোলনে নেমে শ্রমিকেরা যে আত্মাহুতি দিয়েছিলেন তাঁদের প্রতি সম্মান দেখাতে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে এ দিবস পালন করা হয়। বাংলাদেশসহ বিশ্বের প্রায় ৮০টি দেশে মহান মে দিবসটি জাতীয় ছুটির দিন হিসেবে স্বীকৃত। আরও অনেক দেশে এটি বেসরকারিভাবে পালিত হয়।
ঢাকাসহ সারাদেশে নানা আয়োজনের মধ্যে দিয়ে মহান মে দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে দেশব্যাপী সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান এবং সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন শোভাযাত্রা, আলোচনা সভা, পথ নাটক, সাংস্কৃতিক অনুষ্ঠান ও মেডিক্যাল ক্যাম্পের আয়োজন করে। শ্রম অধিদপ্তর, জেলা প্রশাসন, শ্রমিক সংগঠন এবং সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের আয়োজনে সারাদেশে দিবসটি পালিত হয়।
ঢাকায় সবচেয়ে বেশি সংগঠন দিনটি পালন করেছে। বিএনপির সহযোগী সংগঠন জাতীয়তাবাদী শ্রমিক দল, জামায়াতে ইসলামী বাংলাদেশ, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, ওয়ার্কার্স পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন পৃথক পৃথকভাবে দিনটি পালন করে।
এ উপলক্ষে নেত্রকোনা জেলা প্রশাসনের উদ্যোগে শহরের মোক্তারপাড়া মাঠ থেকে মহান মে দিবসের বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি জেলা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় পাবলিক হলে এসে আলোচনা সভায় মিলিত হয়। আলোচনা সভার শুরুতে জুলাই-আগস্টে গণঅভ্যুত্থানে নিহত সকল শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।
পটুয়াখালীতে মহান মে এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সুরক্ষা দিবস পালিত হয়। এ উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে সার্কিট হাউস প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমির সামনে গিয়ে শেষ হয়। শোভাযাত্রা শেষে শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
‘শ্রমজীবী মানুষের অধিকার, বৈষম্যহীন বাংলাদেশের অঙ্গীকার’ এই প্রতিপাদ্যে নরসিংদীতে মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে আজ সকালে জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরীর নেতৃত্বে এক বর্ণাঢ্য শোভাযাত্রা সার্কিট হাউস প্রাঙ্গণ থেকে শুরু হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর এবং শ্রম কল্যাণ কেন্দ্র নরসিংদী এর আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ঝালকাঠিতে জেলা প্রশাসনসহ বিভিন্ন শ্রমিক সংগঠন ও রাজনৈতিক দলসমূহ মে দিবস উপলক্ষে নানা কর্মসূচি আয়োজন করে। শুক্রবার সকালে জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসক কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
এতে জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, জেলা পুলিশ, জেলা বিএনপি, জেলা জামায়াতে ইসলামী, জেলা এনসিপি এবং বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। শোভাযাত্রা শেষে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় বক্তারা শ্রমিকদের ন্যায্য অধিকার, মজুরি, কর্মপরিবেশ ও নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
কুষ্টিয়া জেলা প্রশাসন ও আঞ্চলিক শ্রম দপ্তর এবং শ্রম কল্যাণ কেন্দ্র কুষ্টিয়ার আয়োজনে কুষ্টিয়া ডিসি কোর্ট চত্বর থেকে মে দিবস উপলক্ষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি কুষ্টিয়া ঝিনাইদহ মহাসড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমিতে এসে শেষ হয়। পরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে শ্রমিক সমাবেশ, আলোচনা সভা, সেমিনার, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা কর্মসূচি আয়োজন করা হয়। এছাড়াও জেলার ভিন্ন ভিন্ন স্থানে রাজনৈতিক দল, ট্রেড ইউনিয়ন ও শ্রমিক ফেডারেশনসহ বিভিন্ন সংগঠন পৃথক পৃথক কর্মসূচি পালন করে।
মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস উপলক্ষে বগুড়ায় বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। জেলা প্রশাসন, শ্রম অধিদপ্তর এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর বগুড়ার যৌথ উদ্যোগে শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়।
এ ছাড়াও জেলা শ্রমিক দল দলীয় কার্যালয়ের সামনে, শ্রমিক কল্যাণ ফেডারেশন শহরের সাতমাথায়, জেলা নির্মাণ শ্রমিক ইউনিয়ন, মোটর শ্রমিক ইউনিয়ন, ট্রাক শ্রমিক ইউনিয়ন, গৃহ নির্মাণ শ্রমিক ইউনিয়ন, লেদ শ্রমিক ইউনিয়নসহ শতাধিক শ্রমিক সংগঠন পৃথক পৃথক শোভাযাত্রা ও সমাবেশের আয়োজন করে।
সাতক্ষীরা জেলা প্রশাসন এবং খুলনার কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের আয়োজনে দিবসটি উপলক্ষে আজ সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহিদ আসিফ চত্বর ঘুরে একই স্থানে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এছাড়াও সিলেট, হবিগঞ্জ, সুনামগঞ্জ, পিরোজপুর, ঝিনাইদহ, নওগাঁ, সিরাজগঞ্জ, মাগুরা, বাগেরহাট, রাঙ্গামাটি, টাঙ্গাইল, লালমনিরহাট, নীলফামারী, জয়পুরহাট, মানিকগঞ্জ, খাগড়াছড়ি, মেহেরপুর. ভোলা, চাঁদপুর, ফেনি, জামালপুর, কুমিল্লাসহ সারাদেশে নানা আয়োজনে মহান মে দিবস পালিত হয়।
মে দিবস পালন করল জামায়াতে ইসলামী ॥ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আমাদের প্রতিপক্ষরা অপবাদ ছড়ায়, জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে নারীদের কাজ করতে দেবে না, ঘর থেকে বের হতে দেবে না। আমরা বোনদের নিশ্চয়তা দিয়ে বলতে চাই, নারীরা তাদের যোগ্যতা ও পছন্দ অনুযায়ী কর্মক্ষেত্রে কাজ করবে। তিনি বলেন, আজকে দেশে তাদের সম্মান, মর্যাদা, নিরাপত্তা নেই।
আমরা ক্ষমতায় গেলে এই রাষ্ট্রে তাদের মর্যাদা ও নিরাপত্তা জামায়াত নিশ্চিত করবে ইনশাল্লাহ। বৃহস্পতিবার আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে রাজধানীর পুরানা পল্টন মোড়ে আয়োজিত শ্রমিক সমাবেশে তিনি এ কথা করেন।
এবি পার্টির কর্মসূচি পালন ॥ আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) ভাইস চেয়ারম্যান লে. কর্নেল (অব.) দিদারুল আলম বলেছেন, ধনী-গরিবের বৈষম্য ভেঙে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা করা আমাদের স্বপ্ন। প্রতিবছরই সরকার, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন সবাই ঢাক-ঢোল পিটিয়ে ১ মে শ্রমিক দিবস পালন করে। দিনশেষে আমাদের শ্রমিক ভাইবোনদের ভাগ্যের কোনো পরিবর্তন ঘটে না। কাজেই দিবস উদযাপনের ঊর্ধ্বে উঠে শ্রমিকদের সত্যিকারের ভাগ্যোন্নয়নে আমাদের কাজ করতে হবে। বৃহস্পতিবার আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে এবি পার্টি আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিড়ি শ্রমিক ফেডারেশনের র্যালি ও সমাবেশ ॥ মহান মে দিবস উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে র্যালি ও সমাবেশ করেছে বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশন। বৃহস্পতিবার সকাল ১০টায় জাতীয় প্রেসক্লাবের সামনে এ র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় বিড়ি শিল্পের ওপর থেকে সকল প্রকার ট্যাক্স প্রত্যাহার, বিড়ি শ্রমিকদের মজুরি বৃদ্ধি ও স্বাস্থ্য সুরক্ষা আইন প্রণয়ন, সরকারি রাজস্ব বৃদ্ধির জন্য বিড়ির শুল্ক বৃদ্ধি না করে নকল বিড়ি উৎপাদন ও বিক্রি বন্ধ করা, জেলা প্রশাসকের নেতৃত্বে জেলা পর্যায়ে নকল বিড়ি প্রতিরোধ কমিটি গঠন এবং সকল বিড়ি ব্যবসায়ীকে ট্যাক্সের আওতায় আনার দাবি শ্রমিকরা।
সমাবেশে বক্তারা বলেন, আন্তর্জাতিক শ্রমিক দিবসের ইতিহাস, আত্মত্যাগ ও সংগ্রামের ইতিহাস। মহান স্বাধীনতা যুদ্ধ, জুলাই গণঅভ্যুত্থানসহ সকল আন্দোলন-সংগ্রামে শ্রমিকেরা অংশগ্রহণ করেছে। বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক হারিক হোসেনের সঞ্চালনায় সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশনের সভাপতি আমিন উদ্দিন বিএসসি।
এ সময় বক্তব্য রাখেন বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশনের সহ-সভাপতি মো. নাজিম উদ্দিন, মো. আনোয়ার হোসেন, যুগ্ম সম্পাদক আব্দুল গফুর, সহকারী সম্পাদক আবুল হাসনাত লাবলু, সাংগঠনিক সম্পাদক শামীম ইসলাম প্রমুখ।