
ছবি: সংগৃহীত
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া আগামী ৫ মে (সোমবার) দেশে ফিরছেন। দীর্ঘদিন চিকিৎসা শেষে যুক্তরাজ্য থেকে ফিরবেন তিনি। তার সঙ্গে দেশে ফিরছেন বড় ছেলে তারেক রহমানের স্ত্রী, চিকিৎসক জুবাইদা রহমানও।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণমাধ্যমকে জানান, খালেদা জিয়া বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে লন্ডন থেকে সিলেট হয়ে ঢাকায় পৌঁছাবেন। ইতোমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
মির্জা ফখরুল বলেন, “আমরা একটা এয়ার অ্যাম্বুলেন্স পেয়েছিলাম। তবে সেটি নির্ধারিত সময়ের আগে পাওয়া যাচ্ছে না। তাই ম্যাডাম সিদ্ধান্ত নিয়েছেন, শেষ পর্যন্ত অ্যাম্বুলেন্স না পাওয়া গেলে বাংলাদেশ বিমানে ফিরবেন। বাংলাদেশ বিমান কর্তৃপক্ষের সঙ্গে ইতোমধ্যে যোগাযোগ হয়েছে এবং সব ব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি ৪ মে রওনা হয়ে ৫ মে সকাল ১১টার দিকে ঢাকায় পৌঁছাবেন।”
খালেদা জিয়ার সঙ্গে আসবেন জুবাইদা রহমান, প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান, একদল চিকিৎসক, ব্যক্তিগত সহকারীসহ মোট আট সদস্যের একটি প্রতিনিধি দল।
উল্লেখ্য, খালেদা জিয়া গত ৮ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য কাতারের আমিরের পাঠানো একটি এয়ার অ্যাম্বুলেন্সে যুক্তরাজ্যে যান। সরাসরি ভর্তি করা হয় ‘দ্য লন্ডন ক্লিনিক’-এ। সেখানে ১৭ দিন চিকিৎসাধীন থাকার পর ২৫ জানুয়ারি থেকে তিনি তারেক রহমানের লন্ডনের বাসায় অবস্থান করছেন। বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে সেখানেই চলছিল তার চিকিৎসা। শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল বলেও জানান মহাসচিব ফখরুল।
খালেদা জিয়া কখন দেশে ফিরবেন, তা নিয়ে বিএনপি নেতাকর্মীদের মধ্যে দীর্ঘদিন ধরেই কৌতূহল ছিল। এপ্রিলের শেষদিকে ফেরার পরিকল্পনা থাকলেও চিকিৎসকদের পরামর্শে তা পিছিয়ে মে মাসের শুরুতে করা হয়।
সূত্র: https://www.youtube.com/watch?v=q0VtJImWDpU
আবীর