
ছবিঃ সংগৃহীত
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস ভাষা আন্দোলনের অবিস্মরণীয় ইতিহাসকে সম্মান জানিয়ে স্মারক ডাকটিকিট, উদ্বোধনী খাম ও সিলমোহর অবমুক্ত করেছেন। এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেন, "ভাষা আন্দোলনের চেতনা আমাদের জাতীয় পরিচয়ের মূল ভিত্তি। এই স্মৃতিগুলো অমলিন রাখা আমাদের দায়িত্ব।" এছাড়া একই সময়ে সপ্তম জাতীয় কমডেকা ২০২৫ উদযাপন উপলক্ষে একটি স্মারক ডাকটিকিট, একটি উদ্বোধনী খাম ও একটি সিলমোহর অবমুক্ত করেন প্রধান উপদেষ্টা।
এদিকে, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম তার ভেরিফাইড ফেসবুক পেইজে একটি ছবি সহ স্ট্যাটাস দেন, যেখানে তিনি লেখেন—
"রাষ্ট্রযন্ত্র যতবার অন্যায় সিদ্ধান্ত চাপিয়ে দিতে চেয়েছে, ততবার বাংলার ছাত্রসমাজ তা প্রতিহত করতে একত্রিত হয়েছে। '৫২ থেকে '২৪—এই ভূখণ্ডে ছাত্রসমাজের লড়াই শুধু নিজেদের অধিকার আদায়েরই নয়, এটি অন্যায়ের বিরুদ্ধে সংগ্রামের ইতিহাসও বটে।"
তিনি আরও উল্লেখ করেন যে, ভাষা আন্দোলন থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত ছাত্রসমাজ সবসময় গণতান্ত্রিক ও ন্যায়সংগত দাবি আদায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন দেশের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। বিশেষ করে তরুণ প্রজন্মের কাছে ভাষা আন্দোলনের চেতনা ছড়িয়ে দিতে এটি একটি সময়োপযোগী পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
জাফরান