ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

জাতীয় নাগরিক কমিটিকে জবাবদিহির দাবি: রাশেদ খানের সতর্কবার্তা

প্রকাশিত: ০৯:২৫, ২৪ জানুয়ারি ২০২৫

জাতীয় নাগরিক কমিটিকে জবাবদিহির দাবি: রাশেদ খানের সতর্কবার্তা

জাতীয় নাগরিক কমিটির আহ্বায়কের বিতর্কিত বক্তব্যের জন্য তাদের জবাবদিহি করতে হবে বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের নেতা রাশেদ খান। তিনি বলেন, “জিয়াবাদ” শব্দটি নতুন এবং এটি সম্পূর্ণভাবে জাতীয় নাগরিক কমিটির আবিষ্কার। এ ধরনের উস্কানিমূলক বক্তব্য রাজনৈতিক ঐক্যকে ভেঙে দেবে এবং বিভেদ আরও বাড়িয়ে তুলবে।

রাশেদ খান আরও বলেন, জাতীয় নাগরিক কমিটির আহ্বায়কের প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে ঘিরে দেওয়া মন্তব্য বালকসুলভ আচরণের পরিচয়। একটি দায়িত্বশীল অবস্থান থেকে এমন মন্তব্য করা মোটেই শোভন নয়। উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতিতে এমন বিতর্কিত বক্তব্য কেবল অস্থিতিশীলতাই বাড়াবে বলে মনে করেন তিনি।

তিনি বলেন, প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতার একজন অন্যতম স্থপতি। যুদ্ধকালীন সংকটময় পরিস্থিতিতে সাহসী ভূমিকা পালন করে তিনি জনগণ ও সেনাবাহিনীর সমর্থনে ক্ষমতায় এসেছিলেন। “তিনি ছিলেন একজন সৎ, যোগ্য এবং দক্ষ নেতা, যার নেতৃত্বে বাংলাদেশ নতুন করে গড়ে ওঠে,” উল্লেখ করেন রাশেদ খান।

রাশেদ খান আরও বলেন,জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। যুদ্ধকালীন সময়ে যদি কোনো সেনা কর্মকর্তা সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত না দিতেন, তাহলে বিষয়টি মুক্তিযুদ্ধ হিসেবে স্বীকৃতি পেত কিনা, তা নিয়ে সন্দেহ থাকে। তিনি মনে করেন, জিয়াউর রহমানের ঐতিহাসিক ভূমিকার প্রতি শ্রদ্ধাশীল হওয়া উচিত এবং তাকে নিয়ে বিতর্কিত মন্তব্য একেবারেই অনুচিত।

জাতীয় নাগরিক কমিটির মন্তব্যের প্রতিক্রিয়ায় তিনি বলেন, এ ধরনের বিতর্কমূলক বক্তব্য শুধুমাত্র বিএনপিকে প্রতিপক্ষ হিসেবে দাঁড় করানোর প্রচেষ্টা। এতে রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভেদ আরও গভীর হবে। “জাতীয় ঐক্যের জন্য এই ধরনের নেতিবাচক মন্তব্য বন্ধ করা জরুরি,” বলেন তিনি।

তিনি আরও বলেন, জিয়াউর রহমান যেমন সৎ এবং সাহসী নেতা ছিলেন, তাকে নিয়ে বিতর্ক সৃষ্টি করা মানে ইতিহাসের সত্যকে অস্বীকার করা। স্বাধীনতার সময় এবং পরবর্তী সময়ে তার অবদান অত্যন্ত গৌরবময়।

রাশেদ খান জাতীয় নাগরিক কমিটিকে সতর্ক করে বলেন, তাদের উচিত হবে না প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে ঘিরে কোনো বিভ্রান্তিমূলক মন্তব্য করা। তিনি আরও বলেন, জামায়াত কিংবা গণ অধিকার পরিষদের মতো দলগুলোর বিষয়ে বৈষম্যমূলক মন্তব্য করে রাজনৈতিক বিভক্তি বাড়ানোর চেষ্টা বন্ধ করতে হবে।

রাশেদ খান জোর দিয়ে বলেন, “জাতীয় ঐক্য ও সম্প্রীতি বজায় রাখতে সবাইকে দায়িত্বশীল হতে হবে। এমন মন্তব্য রাজনৈতিক পরিস্থিতিকে অস্থিতিশীল করতে পারে এবং জনগণের মধ্যে ভুল বার্তা দিতে পারে। প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মতো একজন মহান নেতার প্রতি সম্মান জানানো সবার দায়িত্ব।”

সূত্র:https://tinyurl.com/yb3xhy9v

আফরোজা

সম্পর্কিত বিষয়:

×

শীর্ষ সংবাদ:

যেই সরকার জনগণের ভোটে নির্বাচিত হবে তারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে: আমীর খসরু
জামায়াত নেতারা রাজাকার হলে পাকিস্তানে গাড়ি বাড়ি থাকতো : শামীম সাঈদী
এনসিপির সঙ্গে আমার ব্যক্তিগত সম্পৃক্ততা নেই- উমামা ফাতেমা
‘বাংলাদেশি’ সন্দেহে আটকদের অধিকাংশই ভারতীয় মুসলমান
ইয়েমেনে হামলা চালিয়েই সাগরে ডুবে গেল মার্কিন সর্বাধুনিক যুদ্ধবিমান
জামিন পেলেননা তারেক রহমানের খালাতো ভাই তুহিন
লন্ডনে আজ আর্সেনাল পিএসজি মহারণ
১৭ অভিনয়শিল্পীর নামে মামলা, তালিকায় আছেন নুসরাত ফারিয়া-অপু বিশ্বাস-ভাবনাসহ অনেকেই
১০০ টাকা মূল্যমানের প্রাইজবন্ডের ১১৯তম ড্র অনুষ্ঠিত হবে আগামীকাল
স্বর্ণের দাম, রেকর্ড উচ্চতা থেকে পতনের পথে
কুমিল্লায় পুলিশ-সেনাবাহিনীর চাকরির নামে প্রতারণা: দালালসহ ১৩ জন গ্রেফতার
১২ বছর বয়সী ছেলে শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে ৩ মাদ্রাসা শিক্ষক গ্রেফতার