ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ৩ ফাল্গুন ১৪৩১

রাঘব বোয়ালদের টাকা পাচারে বড় ভূমিকা ছিল মাসুদ বিশ্বাসের!

প্রকাশিত: ২২:২৬, ১৮ জানুয়ারি ২০২৫

রাঘব বোয়ালদের টাকা পাচারে বড় ভূমিকা ছিল মাসুদ বিশ্বাসের!

ছবি: সংগৃহীত

বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) সাবেক প্রধান মাসুদ বিশ্বাসকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। শনিবার (১৮ জানুয়ারি) পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) সহায়তায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

 

জানা যায়, জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে গত ২ জানুয়ারি মাসুদ বিশ্বাসের বিরুদ্ধে মামলা দায়ের করে দুদক। মামলার অভিযোগপত্রে বলা হয়েছে, মাসুদ বিশ্বাস তার নিজ নামে ১ কোটি ৮৭ লাখ ৭২ হাজার ৬২২ টাকার জ্ঞাত আয় বহির্ভূত অবৈধ সম্পদ অর্জন করেছেন এবং তা নিজের ভোগ দখলে রেখেছেন। এটি দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারা ও দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫(২) ধারায় শাস্তিযোগ্য অপরাধ।

এছাড়া, মাসুদ বিশ্বাসের স্ত্রী কামরুন নাহারের নামেও ৭২ লাখ ৫৬ হাজার ৯৯৯ টাকার জ্ঞাত আয় বহির্ভূত অবৈধ সম্পদের তথ্য পাওয়া গেছে। এজন্য তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৬(১) ধারায় পৃথক সম্পদ বিবরণী নোটিশ জারি করা হয়েছে।

 

বিএফআইইউ-এর প্রধান হিসেবে মাসুদ বিশ্বাস অর্থপাচার ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার দায়িত্বে ছিলেন। তবে তিনি নিজেই রাঘব বোয়ালদের অবৈধ সম্পদ ব্যবস্থাপনার সঙ্গে জড়িত ছিলেন বলে অভিযোগ উঠেছে। তার বিরুদ্ধে ওঠা অভিযোগ দেশের আর্থিক খাতে ব্যাপক উদ্বেগের সৃষ্টি করেছে।

দুদক সূত্রে জানা গেছে, গ্রেপ্তারের পর মাসুদ বিশ্বাসকে আদালতে হাজির করার প্রস্তুতি নিচ্ছে দুদক । দুর্নীতির বিরুদ্ধে দুদকের চলমান অভিযানে এটি একটি বড় অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।

 

তাবিব

×