ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৮ জানুয়ারি ২০২৫, ৫ মাঘ ১৪৩১

ড. ইউনূসকে গণহত্যার মাস্টারমাইন্ড বললেন হাসিনা!

অনলাইন রিপোর্টার

প্রকাশিত: ১১:৫৯, ৩ ডিসেম্বর ২০২৪

ড. ইউনূসকে গণহত্যার মাস্টারমাইন্ড বললেন হাসিনা!

ড. মুহম্মদ ইউনূস ও শেখ হাসিনা।

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহম্মদ ইউনূসকে বাংলাদেশে নৃশংস ‘গণহত্যার মাস্টারমাইন্ড’ বলে বিস্ফোরক অভিযোগ করেছেন শেখ হাসিনা।

সম্প্রতি আমেরিকার নিউইয়র্কে আওয়ামী লিগের এক অনুষ্ঠানে ভার্চুয়াল বার্তায় এসব কথা বলেন প্রধানমন্ত্রীর পদ থেকে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা। 

হাসিনার দাবি, ইউনূসের ইন্ধনেই বাংলাদেশে গণহত্যা চলছে, বেছে বেছে সংখ্যালঘুদের টার্গেট করা হচ্ছে। মন্দির, গির্জা ও ধর্মীয় সংগঠন ইসকনের উপর হামলা চলছে।

গুরুতর অভিযোগ তুলে শেখ হাসিনা বলেন, ‘আজ আমার বিরুদ্ধে গণহত্যার অভিযোগ তোলা হচ্ছে। কিন্তু সত্যটা হলো ছাত্র নেতাদের সঙ্গে ষড়যন্ত্র করে গণহত্যায় লিপ্ত হয়েছেন ড. ইউনূস। এমনকি তারেক রহমান লন্ডন থেকে জানিয়েছেন এভাবে গণহত্যা চালিয়ে গেলে এই সরকার বেশিদিন টিকবে না।’ তার এই অভিযোগ নতুন করে শোরগোল ফেলে দিয়েছে।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেরে গত ৫ আগস্ট ক্ষমতা ছেড়ে পালিয়ে ভারতে চলে যান শেখ হাসিনা। এরপর গঠিত হয় অন্তর্বর্তী সরকার। পরে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে একের পর এক চলতে থাকে ষড়যন্ত্র। সবশেষ শুরু হয় সাম্প্রদায়িক উসকানি ও ষড়যন্ত্র। আর এরই মাঝে ড. ইউনূসের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুললেন শেখ হাসিনা।

এম হাসান

×