হাসনাত আব্দুল্লাহ ও সারজিস
বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্রদের ওপর হামলার প্রতিবাদে জাতীয় পার্টিকে ‘নিশ্চিহ্ন’ করতে বিজয় নগর যাচ্ছেন সারজিস ও হাসনাত আব্দুল্লাহরা। নিজ নিজ ফেসবুক ওয়ালে এমনটাই জানিয়েছেন তারা।
সর্বশেষ রাত ৮টায় প্রাপ্ত তথ্যমতে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে অবস্থান নিয়েছেন শিক্ষার্থীরা। এ সময় তারা বলেন, জাতীয় পার্টি ফ্যাসিস্টদের দোসর। আজ তারা শিক্ষার্থীদের শান্তিপূর্ণ মিছিলে হামলা করেছে, যেখানে ছাত্রলীগের প্রত্যক্ষ মদদ ছিল। এ সময় তারা আওয়ামী লীগের সঙ্গে জাতীয় পার্টিকেও নিষিদ্ধের দাবি তোলেন।
বৃহস্পতিবার সন্ধ্যায় সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ নিজের ফেসবুকে লিখেছেন, জাতীয় বেইমান এই জাতীয় পার্টি অস্ত্রশস্ত্র নিয়ে বিজয়নগরে আমাদের ভাইদের পিটিয়েছে,অস্ত্র নিয়ে মহড়া দিচ্ছে। এবার এই জাতীয় বেইমানদের উৎখাত নিশ্চিত।
এরপরে তাদের প্রতিহত করার একটি ঘোষণা দেন। এ সময় সকলকে রাজু ভাস্কর্যে আসার আহ্বান জানান। তিনি লিখেছেন, রাজু ভাস্কর্য থেকে ৭.৩০ এ মিছিল নিয়ে আমরা বিজয়নগরে মুভ করবো। জাতীয় বেইমানদের নিশ্চিহ্ন করতে হবে।
সারজিস আলম লেখেন, জাতীয় পার্টি অস্ত্রশস্ত্র নিয়ে বিজয়নগরে আমাদের ভাইদের আঘাত করেছে,অস্ত্র নিয়ে মহড়া দিচ্ছে। রাজু ভাস্কর্য থেকে মিছিল নিয়ে আমরা বিজয়নগরে যাচ্ছি। জাতীয় বেইমানদের নিশ্চিহ্ন করতে হবে।
রিয়াদ