ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৪ মে ২০২৫, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২

প্রধানমন্ত্রীর প্রেস সচিব নাঈমুল ইসলাম খান

প্রকাশিত: ২৩:০৭, ৩০ মে ২০২৪; আপডেট: ২৩:১৫, ৩০ মে ২০২৪

প্রধানমন্ত্রীর প্রেস সচিব নাঈমুল ইসলাম খান

নাঈমুল ইসলাম খান। ফাইল ফটো

সিনিয়র সাংবাদিক নাঈমুল ইসলাম খানকে প্রধানমন্ত্রীর প্রেস সচিব হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার। তিনি আমাদের নতুন সময় পত্রিকার এমেরিটাস সম্পাদক এবং আমাদের অর্থনীতির সাবেক সম্পাদক।

বৃহস্পতিবার (৩০ মে) রাতে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। 

বাংলাদেশে নতুন ধারার সাংবাদিকতা শুরুর ক্ষেত্রে তাকে পথিকৃৎ মনে করা হয়। বিশেষ করে ইত্তেফাক সংবাদ যুগের পর আজকের কাগজের মাধ্যমে বাংলাদেশে সাংবাদিকতার যে নতুন বিপ্লবের সূচনা হয়েছিল, সেই বিপ্লবের নেতৃত্ব দিয়েছিলেন নাঈমুল ইসলাম খান।

নাঈমুল ইসলাম খানের আমাদের সময় পত্রিকাটি স্বল্পতম সময়ের মধ্যে দ্রুত জনপ্রিয়তা লাভ করে। পরবর্তীতে তিনি আমাদের সময় বিক্রি করে দেন। এখন তিনি আমাদের নতুন সময় এবং আমাদের অর্থনীতি নামে দুটি পত্রিকা প্রকাশ করছেন। 

এসআর

×