ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু বর্তমান যুগের হিটলার: ওবায়দুল কাদের

প্রকাশিত: ১৪:৫১, ১৬ এপ্রিল ২০২৪

ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু বর্তমান যুগের হিটলার: ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। 

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এ যুগের হিটলার বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আজ মঙ্গলবার দুপুরে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।


বৈশ্বিক অবস্থা নিয়ে এ সময় ওবায়দুল কাদের বলেন, ‘নেতানিয়াহু হিটলারের চেয়েও ভয়াবহ ভূমিকায় অবতীর্ণ হয়েছেন। কারো কোনো কর্তৃত্ব নেই, নেতানিয়াহুই এ যুগের হিটলার।’

কাদের বলেন, ‘অবস্থাদৃষ্টে মনে হচ্ছে নেতানিয়াহু এখন পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি। যাকে ইচ্ছা তাকে হামলা করে, যাকে ইচ্ছা তাকে মারে। ইরানেও হামলার সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েল।’

মন্ত্রী আরও বলেন, ‘বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতের কাছে জানতে চাই, তাঁর নিজের দেশ (আমেরিকা) গণতন্ত্রে কত ধাপ পিছিয়েছে।’

আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘বিশ্ব পরিস্থিতির জটিল সময়ে দেশে সংকটের যে পরিস্থিতি তা মোকাবিলা করা কঠিন। এই সময়ে প্রধানমন্ত্রী যেভাবে বাজারসহ সব পরিস্থিতি মোকাবিলা করছেন, তা বিরল ঘটনা।’ 

দেশের অর্থনীতির ভাবমূর্তি তুলে ধরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘আমাদের অর্থনীতিতে মোটামুটি একটা গতিশীলতা চলে এসেছে। সংকট মোকাবিলায় প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত বাস্তবায়নে দল হিসেবে আওয়ামী লীগ ভূমিকা রাখবে।’

উপজেলা নির্বাচনে নিয়ে ওবায়দুল কাদের বলেন, উপজেলা নির্বাচনে কোনো প্রভাব বিস্তার থেকে বিরত থাকতে মন্ত্রী এমপিদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিএনপি উপজেলা নির্বাচনে অংশগ্রহণ থেকে বিরত থাকলেও দলটির অনেকেই এই নির্বাচনে অংশ নেবে।

এবি 

×