ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৩ আশ্বিন ১৪৩১

গুলিস্তানে বাসে আগুন

প্রকাশিত: ২১:৪৭, ২৩ ডিসেম্বর ২০২৩

গুলিস্তানে বাসে আগুন

বাসে আগুন

গুলিস্তান টোল প্লাজার পাশে একটি বাসে আগুন দেয়ার ঘটনা ঘটেছে। জানা গেছে, বাসটি রজনীগন্ধা পরিবহনের ছিলো। ঘটনাস্থলে পাঠানো হয়েছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করছে।

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ জানান, শনিবার (২৩ ডিসেম্বর) রাত ৯টা ১৫ মিনিটে সদর দপ্তরে খবর আসে রাজধানীর গুলিস্তান টোল প্লাজার পাশে বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট রাত ৯টা ২৭ মিনিটে আগুন নির্বাপণ করেছে। বাসে অগ্নিসংযোগের ঘটনায় কেউ হতাহত হয়েছে কি না সে বিষয়ে কোনো তথ্য দিতে পারেনি ফায়ার সার্ভিস।

 

এবি

সম্পর্কিত বিষয়:

×