ঢাকা, বাংলাদেশ   সোমবার ১৬ সেপ্টেম্বর ২০২৪, ৩১ ভাদ্র ১৪৩১

সিইসির সঙ্গে এসবি প্রধানের বৈঠক

প্রকাশিত: ১৭:২৭, ২ ডিসেম্বর ২০২৩; আপডেট: ২০:২৪, ২ ডিসেম্বর ২০২৩

সিইসির সঙ্গে এসবি প্রধানের বৈঠক

নির্বাচন কমিশন ভবন

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সঙ্গে বৈঠক করেছেন পুলিশের স্পেশাল ব্রাঞ্চ (এসবি) প্রধান অতিরিক্ত আইজিপি মনিরুল ইসলাম।

শনিবার (২ ডিসেম্বর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। তবে কী নিয়ে আলোচনা হয়েছে কিছু জানা যায়নি।

এর আগে, গত ৭ নভেম্বর সিইসি সঙ্গে পৃথকভাবে বৈঠক করেন এসবিপ্রধান মনিরুল ইসলাম, প্রতিরক্ষা ডিরেক্টরেট জেনারেল অব ফোর্সেস ইন্টেলিজেন্সের (ডিজিএফআই) মহাপরিচালক মেজর জেনারেল হামিদুল হক ও জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) মহাপরিচালক মেজর জেনারেল টি এম জোবায়ের। ওই বৈঠকে সিইসি ছাড়া অন্য কেউই উপস্থিত ছিলেন না।

 

এস

×