ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৫ আগস্ট ২০২৫, ২১ শ্রাবণ ১৪৩২

সম্মানসূচক ডিলিট পেলেন অধ্যাপক আবু ইউসুফ 

বিজ্ঞপ্তি

প্রকাশিত: ০১:২৩, ১৩ আগস্ট ২০২৩

সম্মানসূচক ডিলিট পেলেন অধ্যাপক আবু ইউসুফ 

অধ্যাপক আবু ইউসুফ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের (আইবিএ) অধ্যাপক ও নর্দান এডুকেশন গ্রুপের চেয়ারম্যান ড. আবু ইউসুফ মো. আব্দুল্লাহকে সম্মানসূচক ডক্টর অব লিটারেচার (ডি. লিট.) প্রদান করেছে পশ্চিমবঙ্গের টেকনো ইন্ডিয়া বিশ্ববিদ্যালয়। শিক্ষা, বাণিজ্য ও সামাজিক ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য তাকে এই সম্মানসূচক উপাধি দেওয়া হয়। বৃহস্পতিবার  বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে ভারতের বিখ্যাত পদ্মভূষণ ও পদ্মশ্রীপ্রাপ্ত এন আর নারায়ণ মূর্তি এই সম্মাননা প্রদান করেন। কলকাতার বিশ্ববাংলা অডিটরিয়ামে ভারতের বৃহত্তম কোম্পানি টাটা সন্সের প্রতিষ্ঠাতা রতন টাটা এবং বিসিসিআইয়ের সাবেক সভাপতি সৌরভ গাঙ্গুলীর সঙ্গে এই সম্মাননা গ্রহণ করেন বরেণ্য এই শিক্ষাবিদ।

অনুষ্ঠানে অধ্যাপক ড. আবু ইউসুফ বলেন, ‘একজন বাঙালি হিসেবে আমি গর্বিত, আজ আপনাদের ভালোবাসা আর সম্মান আমায় পরিপূর্ণ করল।’ এ ছাড়াও তিনি বাঙালি জাতিকে পৃথিবীর শ্রেষ্ঠ জাতিগুলোর একটি হিসেবে উল্লেখ করেন। বাঙালির গৌরবের ইতিহাস এবং ঐতিহ্যের কথা উল্লেখ করে তিনি দুই বাংলার মধ্যে শিক্ষা, শিল্প, সংস্কৃতি, বাণিজ্যের সুসম্পর্ক ও সম্প্রীতি রক্ষায় দৃঢ় থাকার আহ্বান জানান।  -বিজ্ঞপ্তি

×