
নৌকা ও লাঙ্গল প্রতীকের দুই প্রার্থী।
সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনের ভোটগ্রহণ শেষে চলছে গণনা। এখন পর্যন্ত প্রাপ্ত ফলাফলে এগিয়ে আছেন নৌকা প্রতীকের প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী। আর দ্বিতীয় অবস্থানে আছেন লাঙ্গল প্রতীকের প্রার্থী নজরুল ইসলাম।
১৯০টি কেন্দ্রের মধ্যে এখন পর্যন্ত ১৭৬ কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে দেখা গেছে, নৌকা প্রতীকের প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী পেয়েছেন ১ লাখ ৯ হাজার ১৯৬ ভোট। আর লাঙ্গল প্রতীকের প্রার্থী নজরুল ইসলাম পেয়েছেন ৪৮ হাজার ১৪৪ ভোট।
মেয়র পদে অন্য সাত প্রার্থী হলেন- ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মাহমুদুল হাসান (হাতপাখা), জাকের পার্টির মো. জহিরুল আলম (গোলাপ ফুল), মোহাম্মদ আবদুল হানিফ কুটু (ঘোড়া), মো. ছালাহ উদ্দিন রিমন (ক্রিকেট ব্যাট), মো. শাহজাহান মিয়া (বাস) ও মোশতাক আহমেদ রউফ মোস্তফা (হরিণ)।
এদিন সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলে ভোটগ্রহণ। এই সিটিতে মোট ভোটার চার লাখ ৮৭ হাজার ৭৫৩। এর মধ্যে পুরুষ দুই লাখ ৫৪ হাজার ৩৬০ এবং নারী দুই লাখ ৩৩ হাজার ৩৮৭ জন। মেয়র পদে আট, সাধারণ ওয়ার্ডে কাউন্সিলর পদে ২৭৩ এবং সংরক্ষিত ওয়ার্ডে ৮৬ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এম হাসান