ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

খুলনা সিটি নির্বাচনের ভোটে এগিয়ে আছে নৌকা

প্রকাশিত: ১৮:২৭, ১২ জুন ২০২৩

খুলনা সিটি নির্বাচনের ভোটে এগিয়ে আছে নৌকা

খুলনা সিটি নির্বাচন।

খুলনা সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ শেষে এখন গণনা চলছে। নির্বাচনে মোট কেন্দ্র ২৮৯টি মধ্যে প্রাপ্ত ৪৬ কেন্দ্রের ফলাফলে এগিয়ে আছে নৌকা প্রতীকের প্রার্থী।

৪৬ কেন্দ্রের ফলাফলে দেখা যায়,  নৌকা প্রতীকের প্রার্থী তালুকদার আবদুল খালেক পেয়েছেন ১৯ হাজার ৮৭৫ ভোট। আর হাতপাখা প্রতীকের প্রার্থী আব্দুল আউয়াল পেয়েছেন ৫ হাজার ২৮ ভোট।

সোমবার (১২ জুন) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলে টানা ভোটগ্রহণ। ভোট নেয়া হয়েছে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএমে)। নির্বাচন নিয়ে তৎপর ছিল নির্বাচন কমিশন (ইসি)। আগারগাঁওয়ের নির্বাচন অফিসে বসে সিসি ক্যামেরায় ভোট পর্যবেক্ষণ করা হয়।

খুলনায় অন্যান্য মেয়র প্রার্থীরা হলেন- জাতীয় পার্টি মনোনীত শফিকুল ইসলাম মধু (লাঙল), জাকের পার্টি মনোনীত এস এম সাব্বির হোসেন (গোলাপফুল) এবং একমাত্র স্বতন্ত্র প্রার্থী এস এম শফিকুর রহমান মুশফিক (দেওয়াল ঘড়ি)।

খুলনা সিটিতে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ৩৫ হাজার ৫২৯ জন। এদের মধ্যে পুরুষ ২ লাখ ৬৮ হাজার ৮৩৩ জন এবং নারী ২ লাখ ৬৬ হাজার ৬৯৬ জন।

এম হাসান

সম্পর্কিত বিষয়:

×