
রণজিৎ গুহ
নিম্নবর্গের ইতিহাস সাধনার অন্যতম পথিকৃৎ ভারতীয় ইতিহাসবিদ রণজিৎ গুহ (৯৯) মারা গেছেন। শুক্রবার সন্ধ্যায় অস্ট্রিয়ায় ভিয়েনা উডসের বাসভবনে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুর সময় রণজিতের পাশে তার স্ত্রী মেখঠিল্ড গুহ ছিলেন। রণজিৎ গুহের পরিবারের বরাত দিয়ে ইতিহাসবিদ দীপেশ চক্রবর্তী এ তথ্য নিশ্চিত করেন। খবর হিন্দুস্তান টাইমসের।
দীপেশ চক্রবর্তী বলেন, রণজিৎ গুহ দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। বিভিন্ন রোগ ও বয়সের জটিলতায় আক্রান্ত হয়ে ভিয়েনার স্থানীয় সময় রাত ৩টার দিকে তিনি মৃত্যুবরণ করেন।
১৯২৩ সালের ২৩ মে বাংলাদেশের বরিশালে জন্ম নেওয়া রণজিৎ কলকাতায় গিয়ে ভারতের কমিউনিস্ট পার্টির (সিপিআই) সক্রিয় সদস্য হয়ে ওঠেন। হাঙ্গেরিতে সোভিয়েত অনুপ্রবেশের বিরোধিতায় ১৯৫৬ সালে দল ছাড়ার তিন বছর পর তিনি ভারতও ছাড়েন।
রণজিতের সবচেয়ে সুপরিচিত বই হচ্ছে ‘এলিমেন্টারি আসপেক্টস অব পিজেন্ট ইনসার্জেন্সি ইন কলোনিয়াল ইন্ডিয়া’, যা ঔপনিবেশিক ভারতের আগেকার লিখিত ইতিহাসের অনেক অধ্যায়কে প্রশ্নের সম্মুখে দাঁড় করায়।
এদিকে দীপেশ চক্রবর্তী, পার্থ চট্টোপাধ্যায়, গায়ত্রী চক্রবর্তী স্পিভাকের মতো নামকরা ইতিহাসবিদরা তার ছায়ায় নি¤œবর্গের ইতিহাসচর্চাকে বিকশিত করেছেন।