
আসামি তমিজ।
নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন হিজবুত তাহরীরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি তমিজ আহম্মেদ সবুজকে (৩২) গ্রেপ্তার করেছে অ্যান্টি টেররিজম ইউনিট (এটিইউ)।
শুক্রবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন এটিইউর সহকারী পুলিশ সুপার (মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস উইং) ওয়াহিদা পারভীন।
তিনি বলেন, শুক্রবার সকালে রাজধানীর ভাটারা থানার নতুনবাজার এলাকা থেকে তমিজ আহম্মেদ সবুজকে গ্রেপ্তার করা হয়। তিনি প্রায় সাত বছর আত্মগোপনে ছিলেন। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এমএম