ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১

আধুনিক ও প্রযুক্তি নির্ভর যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলা হবে

প্রকাশিত: ১৭:৫০, ৯ জানুয়ারি ২০২৩

আধুনিক ও প্রযুক্তি নির্ভর যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলা হবে

প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, একটা শ্রেণী আছে যারা সব সময় ভালো কাজে বাধা দেয়। পদ্মা সেতু নির্মাণের সময় তারা বাধা দিয়েছে, মেট্রোরেল করার ক্ষেত্রেও তাদের বাধা এসেছিলো।

সোমবার (৯ জানয়ারি ২০২৩) তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এসব কথা বলেন তিনি। মেট্রোরেল ব্যবহারে সবাইকে নিয়ম মেনে চলার পরামর্শ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, পরিস্কার পরিচ্ছন্নতা বজায় রেখে মেট্রোরেল ব্যবহার করতে হবে। আগামিতে আরো আধুনিক ও প্রযুক্তি নির্ভর যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলা হবে বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিমানবন্দর এলাকার যানজট নিরসনের বিষয়ে তিনি বলেন, ‘বিমানবন্দর স্টেশন থেকে বিমানবন্দর পর্যন্ত আন্ডারপাস নির্মাণ করে দেয়া হবে ৷

 

এমএস

সম্পর্কিত বিষয়:

×