ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আর্জেন্টিনার পতাকা টানাতে গিয়ে দগ্ধ দুই কিশোর

প্রকাশিত: ১৭:২৪, ২৫ নভেম্বর ২০২২

আর্জেন্টিনার পতাকা টানাতে গিয়ে দগ্ধ দুই কিশোর

দগ্ধ হয়ে হাসপাতালে ভর্তি

রাজধানীর কামরাঙ্গীরচরে আর্জেন্টিনার পতাকা টানাতে গিয়ে দুই কিশোর বিদ্যুৎস্পৃস্টে দগ্ধ হয়েছে। তাদেরকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (২৫ নভেম্বর) সকাল ১১টার দিকে কামরাঙ্গীরচর বড়গ্রাম মেইন রোড, গনি মিয়া মসজিদের সংলগ্ন একটি দুতলা বাড়ির ছাদে এই ঘটনা ঘটে।

বিদ্যুৎস্পৃস্টে দগ্ধরা হলেন- রেজওয়ান রহমান আবির (১২) এবং বায়েজিদ হোসেন মাহিন (১৩)। 

দগ্ধ আবিরের মা ফাতেমা রহমান মনি জানান, এটি তাদের নিজেদের বাড়ি। একই বাড়িতে ভাড়া থাকেন মাহিনের পরিবার। ক্যামব্রীজ কিন্টার গার্ডেনের পঞ্চম শ্রেণিতে পড়ে আবির। আর স্থানীয় একটি মাদ্রাসায় লেখাপড়া করে মাহিন। সকাল ১১টার দিকে দুই বন্ধু আবির এবং মাহিন বাড়ির ছাদে যায়। সেখানে একটি স্টিলের পাইপের সঙ্গে আর্জেন্টিনার পতাকা বাধে। উড়ানোর জন্য দুজন ধরে সেটি উচু করতেই কাত হয়ে ভবনের পাশে বিদ্যুতের তারের উপর পড়ে। তখনই বিদ্যুৎস্পৃষ্ট হয় তারা।

জানা যায়, বিস্ফোরণের শব্দ শুনতে পেয়ে পরিবারের লোকজন রুম থেকে বাইরে বের হয়ে অনেক ধোয়া দেখতে পান। এতে সন্দেহ হওয়ায় দ্রুত ছাদে গিয়ে দেখেন, তারা দুইজনই অচেতন হয়ে পড়ে আছে। সঙ্গে সঙ্গে তাদেরকে উদ্ধার করে বার্ন ইনস্টিটিউটে নিয়ে যাওয়া হয়।

বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এসএম আইউব হোসেন জানান, আবিরের দুই পা ও ডান হাত সহ পাঁচ শতাংশ ও মাহিনের দুই শতাংশের মত দগ্ধ হয়েছে। তাদের দুজনকেই আপাতত ভর্তি রাখা হয়েছে।

এমএইচ

×