ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

গাজীপুরে ট্রেন পিকআপ সংঘর্ষে নিহত ৩

প্রকাশিত: ২৩:০৭, ২২ মে ২০২২

গাজীপুরে ট্রেন পিকআপ সংঘর্ষে নিহত ৩

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ কালীগঞ্জে ট্রেনের সঙ্গে পিকআপের সংঘর্ষে চালক ও ব্যবসায়ীসহ তিনজন নিহত হয়েছেন। শনিবার ঢাকা-চট্টগ্রাম রেলরুটে কালীগঞ্জের নলছাটা এলাকার একটি অরক্ষিত রেলক্রসিংয়ে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, গাজীপুর সদর উপজেলার জয়দেবপুর থানাধীন বড় কয়ের আসাতিয়া এলাকার মোঃ জাকির হোসেনের ছেলে পিকআপ চালক সাজিদ হাসান (১৬), তার সহকারী একই এলাকার রাফি উদ্দিনের ছেলে জাকির হোসেন (২২) এবং তাল ব্যবসায়ী নারায়ণগঞ্জের বন্দর থানার শাহী মসজিদ এলাকার মৃত সিদ্দিক পাগলার ছেলে লিটন মিয়া (৪৫)। রেলওয়ে পুলিশের নরসিংদী ফাঁড়ির ইনচার্জ এসআই ইমায়েদুল জাহেদী ও স্থানীয়রা জানান, গাজীপুর সদর উপজেলার বাড়িয়া ইউনিয়নের বড় কয়ের এলাকা থেকে তালের শাঁস কেনেন ব্যবসায়ী লিটন মিয়া। শনিবার সকালে সেগুলো একটি পিকআপ ভ্যানে করে নারায়ণগঞ্জের উদ্দেশে যাচ্ছিলেন। পথে সকাল পৌনে ১০টার দিকে পিকআপটি গাজীপুরের কালীগঞ্জ থানাধীন নলছাটা এলাকার একটি অরক্ষিত রেলক্রসিং দিয়ে ঢাকা-চট্টগ্রাম রেলরুট পার হচ্ছিল। এ সময় কিশোরগঞ্জ থেকে ঢাকাগামী এগারোসিন্দুর প্রভাতী এক্সপ্রেস ট্রেনের সঙ্গে ওই পিকআপে সংঘর্ষ হয়। এতে পিকআপটি দুমড়ে মুচড়ে ট্রেনের সঙ্গে আটকে গিয়ে প্রায় সোয়া কিলোমিটার দূরে রেল লাইনের পাশে ছিটকে পড়ে। এ ঘটনায় পিকআপ চালক, হেলপার ও ব্যবসায়ী নিহত হন। দুর্ঘটনার ফলে ওই রুটে কিছু সময় ট্রেন চলাচল বন্ধ থাকে। খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতদের লাশ এবং দুর্ঘটনা কবলিত পিকআপটি উদ্ধার করে।
×