ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৫ মে ২০২৫, ১ জ্যৈষ্ঠ ১৪৩২

একাদশ শ্রেণিতে অনলাইনে ভর্তির আবেদন শুরু

প্রকাশিত: ১৩:১৫, ৮ জানুয়ারি ২০২২

একাদশ শ্রেণিতে অনলাইনে ভর্তির আবেদন শুরু

অনলাইন ডেস্ক ॥ একাদশ শ্রেণিতে অনলাইনে ভর্তির আবেদন শুরু হয়েছে। আজ শনিবার (৮ জানুয়ারি) থেকে ভর্তি প্রক্রিয়া শুরু হয়। এবারও ডিজিটাল পদ্ধতিতে ও লটারির মাধ্যমে কলেজ পাবে আবেদনকারীরা। আগে এসএমএসের মাধ্যমে আবেদনের সুযোগ থাকলেও এবার শুধু অনলাইনে ভর্তির আবেদন করতে হবে। পরে দুই মাস ভর্তি কার্যক্রম শেষ হলে আগামী ২ মার্চ থেকে একাদশ শ্রেণির ক্লাস শুরু হবে। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি কলেজ পর্যায়ের শিক্ষার্থী ভর্তির বিষয়ে রোডম্যাপ তৈরি করেছে। আবেদনে শিক্ষার্থীরা সর্বনিম্ন পাঁচটি ও সর্বোচ্চ ১০টি শিক্ষাপ্রতিষ্ঠান নির্বাচন করবে। এছাড়া ভর্তির জন্য তিন ধাপে মেধা তালিকা প্রকাশ করা হবে। আবেদনের জন্য ভর্তির ওয়েবসাইটে (xiclassadmission.gov.bd) সব তথ্য পাওয়া যাবে।
×