
ছবি: সংগৃহীত
পেহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলার পর ভারতে ব্যাপকভাবে বেড়েছে ধর্মীয় বিদ্বেষমূলক ও ঘৃণামূলক অপরাধের ঘটনা। অ্যাসোসিয়েশন অফ প্রটেকশন অফ সিভিল রাইটস (এপিসিআর)–এর প্রকাশিত এক সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে, গত ২২ এপ্রিল থেকে ৮ মে পর্যন্ত ১৭ দিনে দেশজুড়ে এমন ১৮৪টি ঘৃণামূলক অপরাধ নথিভুক্ত হয়েছে। এর মধ্যে ১০৬টি ঘটনার পেছনে পেহেলগাঁও হামলার প্রভাব রয়েছে বলে দাবি সংস্থাটির।
প্রতিবেদন অনুযায়ী, এসব অপরাধের বেশিরভাগ লক্ষ্য করা হয়েছে মুসলমান ও কাশ্মীরিদের বিরুদ্ধে। বিভিন্ন রাজ্যে পড়াশোনা বা কর্মসূত্রে বসবাসরত কাশ্মীরিদের হোস্টেল ও ভাড়া বাসা থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে। সহপাঠী ও সহকর্মীদের দ্বারা শারীরিক নির্যাতন, সামাজিক যোগাযোগমাধ্যমে যৌন সহিংসতা ও ধর্ষণের হুমকির ঘটনাও রিপোর্টে উঠে এসেছে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, এসব ঘটনার মধ্যে রয়েছে—৮৪টি ঘৃণামূলক বক্তব্য, ৬৪টি ভয় দেখানো, ৪২টি হয়রানি, ৩৯টি শারীরিক হামলা, ১৯টি ভাঙচুর, ১৪টি সরাসরি হুমকি এবং সাতটি গালিগালাজের ঘটনা। পাশাপাশি তিনটি প্রাণহানির ঘটনাও রেকর্ড করা হয়েছে।
এপিসিআরের দাবি, এসব ঘৃণামূলক অপরাধের পেছনে বিশ্ব হিন্দু পরিষদ, হিন্দু রক্ষা দল, বজরং দল, সকল হিন্দু সমাজসহ একাধিক হিন্দুত্ববাদী সংগঠন এবং ক্ষমতাসীন বিজেপির সদস্য এমনকি মন্ত্রিসভার উচ্চপর্যায়ের নেতারাও জড়িত।
সূত্র: https://www.youtube.com/watch?v=R8q-qLl4jqY
এএইচএ