ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০১ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২

দাখিল পরীক্ষা ১৪ নবেম্বর শুরু

প্রকাশিত: ০১:৪১, ২৪ সেপ্টেম্বর ২০২১

দাখিল পরীক্ষা ১৪ নবেম্বর শুরু

জনকণ্ঠ ডেস্ক ॥ করোনার কারণে নির্ধারিত সময়ে পরীক্ষা নিতে না পারলেও শিক্ষা প্রতিষ্ঠান এখন খুলতে পারায় চলতি বছরের দাখিল পরীক্ষার সময়সূচী ঘোষণা করেছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড। বৃহস্পতিবার ২০২১ সালের দাখিল পরীক্ষার সময়সূচী ঘোষণা করা হয়। খবর ওয়েবসাইটের। আগামী ১৪ নবেম্বর চলতি বছরের দাখিল পরীক্ষা শুরু হবে। মোট তিনদিনে এই পরীক্ষা হবে। শেষ হবে ২১ নবেম্বর। প্রথম দিন (১৪ নবেম্বর) কোরান মাজিদ ও তাজবিদ এবং পদার্থবিজ্ঞান (তত্ত্বীয়) বিষয়ের পরীক্ষা হবে। ১৮ নবেম্বর হবে হাদিস শরিফের পরীক্ষা। শেষদিন ২১ নবেম্বর ইসলামের ইতিহাস, রসায়ন (তত্ত্বীয়), তাজবিদ নসর ও নজম (মুজাব্বিদ গ্রুপ) এবং তাজবিদ (হিফজুল কোরান গ্রুপ) বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
×