
ছবি: সংগৃহীত
রংপুর মেট্রোপলিটন পুলিশ (আরপিএমপি) পুলিশ সদস্যদের জন্য ফেসবুকসহ সব ধরনের সামাজিক যোগাযোগমাধ্যমে ‘পুলিশ পরিচয়ে’ উপস্থিত থাকার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। সোমবার (৩০ জুন) বিকেলে রংপুর পুলিশ লাইন্সে অনুষ্ঠিত মাসিক কল্যাণ সভায় এই নির্দেশনা দেন আরপিএমপি কমিশনার মো. মজিদ আলী।
সভায় তিনি বলেন, কোনো পুলিশ সদস্যই নিজ পরিচয়ে, বিশেষ করে ‘পুলিশ পরিচয়ে’ সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করতে পারবেন না। বিষয়টি নিয়ে সবাইকে অতীব সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। একইসঙ্গে তিনি বলেন, পুলিশ সদস্যদের অনলাইন জিডি সম্পর্কে পর্যাপ্ত ধারণা থাকতে হবে, যাতে সাধারণ জনগণকে আরও উন্নত, কার্যকর এবং প্রযুক্তিনির্ভর সেবা প্রদান করা সম্ভব হয়।
কমিশনার মজিদ আলী সভায় দায়িত্ব পালনের ক্ষেত্রে পেশাদারিত্ব বজায় রাখা এবং সতর্কতার সঙ্গে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি পেশাগত দক্ষতা ও উৎকর্ষ বাড়ানোর আহ্বানও জানান।
সভা শুরুতে কমিশনার উপস্থিত সদস্যদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং আগের মাসের কল্যাণ সভায় উত্থাপিত সমস্যাগুলোর অগ্রগতি সম্পর্কে অবহিত হন। এ ছাড়া, সভায় উপস্থিত বিভিন্ন কর্মকর্তা ও পুলিশ সদস্যদের কাছ থেকে সরাসরি সমস্যার কথা শুনে তাৎক্ষণিক সমাধানের নির্দেশনাও দেন তিনি।
এই সিদ্ধান্তকে অনেকেই পুলিশ বাহিনীর পেশাদার আচরণ, প্রযুক্তির সঠিক ব্যবহার এবং সাইবার নিরাপত্তা নিশ্চিত করার প্রয়াস হিসেবে দেখছেন।
ছামিয়া