ঢাকা, বাংলাদেশ   শনিবার ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

ধান গুদামজাত করায় জরিমানা

প্রকাশিত: ২১:৩৫, ১৭ সেপ্টেম্বর ২০২০

ধান গুদামজাত করায় জরিমানা

স্টাফ রিপোর্টার, চাঁপাইনবাবগঞ্জ ॥ অবৈধভাবে ৪ শ’ ২০ মেট্টিক টন ধান গুদামজাত করার দায়ে একজনকে ১ মাসের বিনাশ্রম কারাদ- ও ৫ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গত বুধবার বিকেলে এ অভিযান চালানো হয়। জানা গেছে, ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আশরাফুল হকের নেতৃত্বে র‌্যাবের একটি দল গত বুধবার দুপুরের পর চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের আতাহার মোড়ে সাব্বির রাইস মিলের গুদামে অভিযান চালায়। এ সময় অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন ধারা লঙ্ঘন করার দায়ে মালিক চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আতাহার গ্রামের নজরুল ইসলামের ছেলে মোঃ শহিদকে ১ মাসের বিনাশ্রম কারাদ-, ৫ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও ১৫ দিনের দ-াদেশ প্রদান করেন। রোগীদের মধ্যে চেক বিতরণ নিজস্ব সংবাদদাতা, লক্ষ্মীপুর, ১৬ সেপ্টেম্বর ॥ বুধবার জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা বিভাগের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, প্যারালাইজড, হৃদরোগ, থ্যালাসেমিয়া রোগীদের মাঝে অনুদানের চেক বিতরণ করা হয়েছে। এক শ’ ৭৩ রোগীদের মাঝে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে এসব চেক বিতরণ করা হয়। জেলা সমাজসেবা বিভাগের উপপরিচালক নুরুল ইসলাম পাটোয়ারীর সভাপতিত্বে ও সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মুহাম্মদ মাহবুবুর রহমানের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল। অন্যদের মাঝে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাইফুজ্জামান ভূঁইয়া ও সিভিল সার্জন প্রতিনিধি ডাঃ ইকবাল মাহমুদ।
×