ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

রোহিঙ্গা সমস্যা সমাধানে চীনের সহযোগিতা চাইলেন কৃষিমন্ত্রী

প্রকাশিত: ১৩:২৯, ৩ ডিসেম্বর ২০১৯

রোহিঙ্গা সমস্যা সমাধানে  চীনের সহযোগিতা  চাইলেন কৃষিমন্ত্রী

জনকণ্ঠ ডেস্ক ॥ খাদ্য প্রক্রিয়াজাতকরণ, রফতানি বৃদ্ধি ও রোহিঙ্গা সমস্যা সমাধানে চীনের সহযোগিতা চাইলেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। রবিবার কৃষি মন্ত্রণালয়ে নিজ দফতরে চীনের উপমন্ত্রী (শুল্ক ও সাধারণ প্রশাসন) ঝাং জিওয়েন সাক্ষাত করতে এলে তিনি একথা বলেন। এ সময় কৃষি সচিব মোঃ নাসিরুজ্জামান উপস্থিত ছিলেন। সাক্ষাতকালে চীনের উদ্ভাবিত সুপার রাইস নিয়েও কথা হয়। খবর বাংলানিউজের। মন্ত্রী বলেন, খাদ্য ঘাটতির দেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। কৃষিক্ষেত্রে চীনের কারিগরি সহায়তা প্রয়োজন। যেহেতু চীনের বাজার বেশ বড়, সেখানে বাংলাদেশ তাদের চাহিদা অনুযায়ী মানসম্মত পণ্য রফতানি করবে। কৃষিমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চীনের সঙ্গে যে সম্পর্কের সূচনা করেছিলেন সেটা আরও বিকশিত করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইতিপূর্বে ঢাকা-বেজিং দ্বিপাক্ষিক সহযোগিতার নয়টি চুক্তি স্বাক্ষর তারই উজ্জ্বল দৃষ্টান্ত। বাংলাদেশের উন্নয়নে অন্যতম সহযোগী চীন। বাংলাদেশে কৃষির অপার সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে কৃষিজাত পণ্য প্রক্রিয়াজাত করে রফতানির বড় সুযোগ রয়েছে এবং সেক্ষেত্রে চীনের সহযোগিতা চায় বাংলাদেশ। বাংলাদেশের সামাজিক-অর্থনৈতিক ক্ষেত্রে বর্তমানে বড় সমস্যা রোহিঙ্গা সঙ্কট। রোহিঙ্গা সমস্যা সমাধানে চীনের সহযোগিতা চান কৃষিমন্ত্রী। এ প্রসঙ্গে চীনের ভাইস মিনিস্টার জানান, এ ব্যাপারে তারা আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের পক্ষে কথা বলবেন। বাংলাদেশের উন্নয়নে সব ক্ষেত্রে চীন অংশীদার হতে আগ্রহী। ঝাং জিওয়েন বলেন, চীন বাংলাদেশের প্রধান বিনিয়োগকারী দেশে পরিণত হবে। বর্তমানে বাংলাদেশের পদ্মা সেতুসহ বড় বড় স্থাপনা নির্মাণের কাজ করছে চীন। বাংলাদেশ থেকে চীন রাইস ব্রান তেল আমদানি করতে চায়। এছাড়া বাংলাদেশ যেসব কৃষিজাত পণ্য চীনে রফতানি করতে আগ্রহী সে সম্পর্কে বাংলাদেশে চীনের দূতাবাসকে অবহিত করার জন্য বলেন। বাংলাদেশ থেকে কৃষিজাত পণ্যসহ অন্য পণ্য আমদানির ক্ষেত্রে কোন বাধা-বিপত্তির অবকাশ থাকবে না। সাত সদস্যের প্রতিনিধি দলে আরও ছিলেন চীনের শুল্ক আদায় বিভাগের উপ-মহাপরিচালক সান রেনউ, ব্যুরো অব আমদানি ও রফতানি নিরাপদ খাদ্যের উপ-পরিচালক ইউ ওয়েঞ্জুন, জিয়ামেন কসটিউম ডিস্ট্রিক্টের উপ-মহাপরিচালক চেন ইউ, ভাইস মিনিস্টারের সচিব, সাধারণ অফিস চু ইউ, আন্তর্জাতিক সহযোগিতা বিভাগের উপ-মহাপরিচালক চেন ইউই ও অর্থনীতি এবং বাণিজ্য কনস্যুলার অফিস তৃতীয় সচিব জিইউ ঝিকিন।
×