ঢাকা, বাংলাদেশ   বুধবার ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

যশোর বোর্ড আইসিটির ফল ঘোষণা ॥ সেই ৬৮ পরীক্ষার্থীর ৫৯ জনই পাস

প্রকাশিত: ১০:৫৮, ৮ মে ২০১৯

যশোর বোর্ড আইসিটির ফল  ঘোষণা ॥ সেই ৬৮ পরীক্ষার্থীর  ৫৯ জনই পাস

নিজস্ব সংবাদদাতা, নড়াইল ৭ মে ॥ নড়াইল সদরের চালিতাতলা সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের আইসিটি বিষয়ের প্রাকটিক্যাল পরীক্ষার ফল মঙ্গলবার দুপুরে ঘোষণা করা হয়েছে। প্রাকটিক্যাল নম্বর যোগ হওয়ায় ৬৮ পরীক্ষার্থীর মধ্যে ৫৯ জন পাস করেছে। ফেল করেছে মাত্র ৯ জন। মঙ্গলবার দৈনিক জনকণ্ঠ পত্রিকায় ‘আইসিটি ব্যবহারিক নম্বর যুক্ত না হওয়ায় ৬৮ পরীক্ষার্থী ফেল’ শিরোনামে খবর প্রকাশিত হলে সংশ্লিষ্ট মহলে তোলপাড় সৃষ্টি হয়। স্কুল সূত্রে জানা গেছে, সদর উপজেলার চালিতাতলা সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ে এবার নিয়মিত এসএসসি পরীক্ষার্থী ছিল মোট ৭৭ জন। এর মধ্যে নিয়মিত ৭১ এবং অনিয়মিত ছিল ৬ জন। সোমবার প্রকাশিত ফলাফলে দেখা গেছে, অনিয়মিত ৬ জন এবং নিয়মিত ৩ জন পরীক্ষার্থী পাস করেছে। বাকিদের ফেল দেখানো হয়।
×