ঢাকা, বাংলাদেশ   শনিবার ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২

আধিপত্য বিস্তার নিয়ে ১২ জনকে কুপিয়ে আহত

প্রকাশিত: ০৬:৪০, ২০ জানুয়ারি ২০১৯

আধিপত্য বিস্তার নিয়ে ১২ জনকে কুপিয়ে আহত

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ ফতুল্লায় আধিপত্য বিস্তার ও ক্যারাম বোর্ড খেলা নিয়ে দুটি স্থানে ১২ জনকে কুপিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার রাতে ফতুল্লার আমবাগান ও নুরবাগ এলাকায় এ ঘটনা ঘটে। জানা গেছে, শুক্রবার রাত ৯টার সময় অজ্ঞাত দুর্বৃত্তরা বাংলাবাজার আমবাগান এলাকায় পথচারীদের ওপর ছুরি ও চাপাতি হাতে হামলা চালায়। এ সময় দুর্বৃত্তরা সামনে যাকে পেয়েছে তাকেই কুপিয়েছে। স্থানীয় বাসিন্দারা জানান, দুর্বৃত্তরা কয়েকজনকে কুপিয়ে আহত করেছে। অপরদিকে নূরবাগ এলাকায় বারেক মিয়ার বাড়ির সামনে ক্যারাম বোর্ডে খেলা নিয়ে শুক্রবার রাতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় ৪ জনকে কুপিয়ে আহত করা হয়েছে। আহতরা হলেন, বাবলু মিয়া, তারেক, নিরব ও রকি।
×