স্টাফ রিপোর্টার ॥ দলের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক জানুয়ারি সোহ্ওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিব্য মহাসমাবেশের মঞ্চ পরিদর্শন করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। বুধবার বিকেলে দলের নেতাকর্মীদের নিয়ে মঞ্চ পরিদর্শনে আসেন তিনি।
তিনি এসময় নির্মানাধীন মঞ্চের বিভিন্ন অংশ ঘুরে ঘুরে দেখেন। ৩০ ফিট প্রস্থ ও ৮০ দৈর্ঘ্যরে মুল মঞ্চসহ তিনটি মঞ্চের কাজের অগ্রগতি দেখে সন্তোষ প্রকাশ করেন। এসময় তিনি দলের মহাসচিব ও মঞ্চ কমিটির নেতাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করেন। এসময় দলের মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার ছাড়াও দলের প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা এমপি, সাইদুর রহমান টেপা, সোলাইমান আলম শেঠ, ভাইস চেয়ারম্যান ইমরান হোসেন মিয়া, জহিরুল ইসলাম জহির, আরিফ খান, যুগ্ম মহাসচিব গোলাম মোহাম্মদ রাজু, জহিরুল আলম রুবেল, কেন্দ্রীয় নেতা ফখরুল আহসান শাহাজাদ্,া খোরশেদ আলম খুশু, শাহাদাৎ কবির চৌধুরী, জাহিদ হোসেন বিপ্লব, সুমন আশরাফ, হেলাল উদ্দিন হেলাল, সুজন দে, নাজিম চিশতি, মাসুদুর রহমান মাসুদসহ দলের বিভিন্নস্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রেসক্লাবে জাপা নেতারা
এক জানুয়ারি দলের মহাসমাবেশ সফল করার জন্য দলের প্রচার উপ-কমিটির উদ্যোগে জাপা নেতারা জাতীয় প্রেসক্লাবে দলের লিফলেট বিতরণ করেন। তারা ক্লাবের নেতৃবৃন্দ এবং বিভিন্ন গণমাধ্যমের জৈষ্ঠ্য প্রতিবেদকসহ সকলকে এরশাদের মহাসমাবেশে শরিক হওয়ার জন্য আমন্ত্রণ জানান। পরে নেতারা প্রেসক্লাবের সামনে সাধারণ মানুষ ও বিভিন্ন যানবাহনে দলের লিফরেট বিলি করেন। এসময় জাপা নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন দলের প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা এমপি, প্রচার উপ-কমিটির আহ্বায়ক হাজী সাইফুদ্দিন আহমেদ মিলন, ভাইস চেয়ারম্যান এমরান হোসেন মিয়া, জহিরুল ইসলাম জহির, আরিফ খান, যুগ্ম মহাসচিব গোলাম মোহাম্মদ রাজু, কেন্দ্রীয় নেতা খোরেশেদ আলম খুশু, বেলাল হোসেন, মাসুদুর রহমান মাসুদ, নাজিম চিশতি প্রমুখ।