ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ঝলক

প্রকাশিত: ০৫:৩৩, ২৯ জুলাই ২০১৬

ঝলক

ম্যালেরিয়া থেকে রক্ষায় মুরগি ম্যালেরিয়া থেকে রক্ষায় বিজ্ঞানীরা একটি অভিনব উপায় বের করেছেন। এর জন্য আক্রান্ত ব্যক্তিকে ঘুমাতে হবে মুরগির সঙ্গে। সম্প্রতি ম্যালেরিয়া জার্নাল নামে একটি পত্রিকার প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। প্রতিবেদনটিতে বলা হয়, ইথিওপিয়ার একদল গবেষক পরীক্ষা করে দেখেছেন, যখন মশা মানুষের রক্ত খাওয়ার জন্য আসে তখন মুরগির গন্ধ পেয়ে তারা আর কাছে আসে না। গবেষণায় দেখা গেছে, অন্যান্য পশু-পাখির থেকে মুরগির সান্নিধ্যে মশারা কম আসে। সুইডিশ বিশ্ববিদ্যালয়ের একজন গবেষক রিকার্ড ইনেল বলেন, আমরা অবাক হয়ে যাই যখন দেখি ম্যালেরিয়া মশাকে পরাস্ত করার জন্য মুরগি বেশ উপকারী। এই প্রথম আমরা গবেষণা করে বের করলাম যে, ম্যালেরিয়া মশা কিছু প্রজাতির সংস্পর্শে আসতে পছন্দ করে না। তাই ম্যালেরিয়া দূর করার জন্য মুরগি বেশ উপকারী। হার্টের শক্তিতে চলবে ট্রাক! সৃষ্টি বড়ই অদ্ভুত। বিশ্বে এখনও এমন অনেক কিছুই আছে যার সম্পর্কে ন্যূনতম কোন ধারণাই আমাদের নেই। প্রমাণের জন্য বেশি দূরে যেতে হবে না। ঘর থেকে দুই পা ফেললেই যে কত সৃষ্টি, কত ঘটনা এদিক-ওদিক ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এমনই বহু অজানা-অচেনার খোঁজে আমাদের যাত্রা। যেমনÑ হৃদযন্ত্রে উৎপন্ন শক্তিতে চলবে ট্রাক! শুনে অবিশ্বাস্য মনে হলেও এটাই সত্যি। একজন মানুষ প্রচুর শক্তির উৎপাদক। মানবদেহের বিশেষত হৃৎপিণ্ডে প্রচুর শক্তি উৎপন্ন হয়। সেই শক্তি দিয়ে একটি ট্রাক ৩২ কিলোমিটার পর্যন্ত চালানো যেতে পারে।
×