ঢাকা, বাংলাদেশ   শনিবার ০৫ জুলাই ২০২৫, ২১ আষাঢ় ১৪৩২

প্রধান বিচারপতির অনুপস্থিতিতে দায়িত্বে বিচারপতি ওয়াহ্হাব

প্রকাশিত: ০৮:৩৫, ২৮ জুন ২০১৬

প্রধান বিচারপতির অনুপস্থিতিতে দায়িত্বে বিচারপতি ওয়াহ্হাব

রাষ্ট্রপতি সংবিধানের ৯৭ অনুচ্ছেদ অনুযায়ী প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার ২৫ জুন থেকে ২৯ জুন পর্যন্ত অনুপস্থিতকালে অথবা তার স্বীয় কার্যভার গ্রহণ না করা পর্যন্ত সুপ্রীমকোর্ট আপীল বিভাগের প্রবীণতম বিচারক বিচারপতি আবদুল ওয়াহ্হাব মিঞাকে প্রধান বিচারপতির কার্যভার পালনের দায়িত্ব প্রদান করেছেন। এ ব্যাপারে আইন-বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে সোমবার জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। খবর বাসস’র।
×