ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৮ জানুয়ারি ২০২৫, ৫ মাঘ ১৪৩১

মরুভূমির তাঁবুতে শ্বাসরোধে দুই কুয়েত প্রবাসীর মৃত্যু

প্রকাশিত: ১০:১৪, ৯ ডিসেম্বর ২০২৪

মরুভূমির তাঁবুতে শ্বাসরোধে দুই কুয়েত প্রবাসীর মৃত্যু

ছবি: সংগৃহীত

কুয়েতে মরুভূমির তাঁবুর ভেতর জেনারেটরের ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে দুই প্রবাসীর মৃত্যু হয়েছে। নিহতরা সম্পর্কে শ্যালক-ভগ্নীপতি।

নিহতরা হলেন সিলেটের বিশ্বনাথ উপজেলার নরশিংপুর গ্রামের মৃত হাজী মনা উল্লাহর ছেলে কয়েছ মিয়া (৪৪) ও শাখারীকোনা গ্রামের আব্দুল গৌছের ছেলে রাসেল আহমদ (২৯)।

পরিবার সূত্রে জানা গেছে, কয়েছ মিয়া কুয়েতের মরুভূমিতে একটি তাঁবুতে থাকতেন। গত মঙ্গলবার তিনি অসুস্থ হলে তার শ্যালক রাসেল তাকে দেখতে আসেন। সেদিন রাতে তাঁবুতেই থেকে যান রাসেল।

রাতে ঠান্ডা থেকে রক্ষা পেতে তাঁবুর ভেতরে জেনারেটরের মাধ্যমে হিটার চালিয়ে ঘুমিয়ে পড়েন তারা। সকালে স্থানীয় লোকজন তাদের অচেতন অবস্থায় উদ্ধার করে আল সাবা হাসপাতালে নিয়ে যান।

হাসপাতালের রিপোর্টে জানা যায়, জেনারেটরের ধোঁয়ায় শ্বাস বন্ধ হয়ে তাদের মৃত্যু হয়েছে।

কয়েছ মিয়া দীর্ঘদিন সৌদি আরবে থেকে দেশে ফিরে তিন মাস আগে কুয়েতে যান। তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে ও মা রেখে গেছেন।

রাসেল আহমদ চার বছর আগে কুয়েতে যান। তার একটি ১৩ মাস বয়সী মেয়ে রয়েছে।

মেহেদী কাউসার

×