
ছবি : সংগৃহীত
সকালের শুরুটা যেমন হবে, সারাদিনটা তেমনই কাটবে—এ কথা সবাই জানি। তবে আমরা অনেকেই ঘুম থেকে উঠেই এমন কিছু ভুল করি, যেগুলো আমাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের উপর খারাপ প্রভাব ফেলে। নিচে এমন ৫টি সাধারণ ভুল তুলে ধরা হলো, যেগুলো এড়িয়ে চলা উচিত প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে।
১. বারবার অ্যালার্ম ‘স্নুজ’ করা
ঘুম ভাঙার পর আবার ঘুমিয়ে পড়া মানে শরীরকে বিভ্রান্ত করা। বারবার অ্যালার্ম বন্ধ করে আবার ঘুমালে ঘুমচক্র ব্যাহত হয়, ফলে ঘুমভাঙা মাথা ও সারাদিন ঝিমুনি অনুভব হতে পারে।
২. ঘুম থেকে উঠেই মোবাইল চেক করা
ঘুম থেকে উঠেই ফোনে সোশ্যাল মিডিয়া বা মেসেজ চেক করলে তা মস্তিষ্কে অতিরিক্ত তথ্যের চাপ সৃষ্টি করে। এটি মনোযোগ ও ইতিবাচক চিন্তাভাবনা কমিয়ে দেয়। বরং সকালে কিছু সময় নিজেকে দিন নিরবতায়।
৩.পর্যাপ্ত পানি না খাওয়া
ঘুমের পর শরীর ডিহাইড্রেটেড হয়ে যায়। ঘুম থেকে উঠে অন্তত এক গ্লাস পানি না খেলে তা হজমে সমস্যা, ক্লান্তি ও ত্বকের রুক্ষতা বাড়াতে পারে।
৪. বিছানা গুছিয়ে না রাখা
বিছানা না গুছিয়ে ছেড়ে দিলে মনে বিশৃঙ্খলার ছাপ পড়ে। গবেষণা বলছে, সকালে বিছানা গুছিয়ে ফেলা একটি ছোট কিন্তু কার্যকর প্রোডাক্টিভ অভ্যাস।
৫.সকালের নাশতা বাদ দেওয়া
অনেকে ওজন কমানোর আশায় সকালের নাশতা এড়িয়ে চলেন। এটি বিপরীত ফল দেয়। ব্রেকফাস্ট বাদ দিলে শরীরের বিপাকক্রিয়া কমে যায় এবং দিনের বাকি সময়ে অতিরিক্ত খিদে পায়।
সকালের ভুল অভ্যাসগুলো বদলে দিলে শুধুমাত্র স্বাস্থ্যই নয়, বাড়বে মনোযোগ, উৎপাদনক্ষমতা ও সারাদিনের মুড। তাই ঘুম থেকে উঠে এই ৫টি ভুল অভ্যাস এড়িয়ে চলুন এবং দিনটা শুরু করুন সতেজভাবে।
Mily