ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

কম বাজেটে গ্ল্যামার! 

বাজেট ফ্রেন্ডলি স্টাইলিশ গয়নার দারুণ সব ব্র্যান্ড

প্রকাশিত: ১২:০৪, ১৮ এপ্রিল ২০২৫

বাজেট ফ্রেন্ডলি স্টাইলিশ গয়নার দারুণ সব ব্র্যান্ড

সংগৃহীত

চেহারায় রাজকীয় ছোঁয়া আনতে কে না চায় একটু ঝলমলে গয়না? কিন্তু আজকাল এক টুকরো স্টাইলিশ জুয়েলারি কিনতে গেলেই যেন বাজেট গলে পড়ে! তবে দুশ্চিন্তা নয়। এখন এমন অনেক ব্র্যান্ড আছে, যারা খুবই সাশ্রয়ী দামে দিচ্ছে দুর্দান্ত ডিজাইনের গয়না,যা স্টাইলেও দারুণ, মানেও নির্ভরযোগ্য।

ফোর্বস ভেটেড-এর গহনা বিশেষজ্ঞদের মতে, এসব ব্র্যান্ডের মধ্যে ‘মেজুরি’ সেরা সার্বিক ব্র্যান্ড হিসেবে বিবেচিত হয়েছে, যেখানে মান ও সৌন্দর্যের দুর্দান্ত মিশ্রণ রয়েছে। আর যদি খুঁজছেন দামি হীরার চুড়ি বা মুক্তার হার,তাহলে ‘ব্লু নাইল’ হতে পারে আপনার জন্য সেরা পছন্দ।

এখানে আমরা তুলে ধরছি এমন কিছু সেরা সাশ্রয়ী গহনার ব্র্যান্ড, যেগুলো আপনার দৈনন্দিন ব্যবহার বা উপহারের তালিকায় যুক্ত হতে পারে-

 

মেজুরি: প্রতিদিনের জন্য আভিজাত্য
কানাডাভিত্তিক এই ব্র্যান্ডটি মিনিমালিস্ট ও এলিগ্যান্ট ডিজাইনের জন্য বিখ্যাত। এদের অধিকাংশ গহনা তৈরি হয় ১৪ ক্যারেট সোনা, স্টার্লিং সিলভার ও ভার্মেইল গোল্ড (স্টার্লিং সিলভারের ওপর ঘন সোনার প্রলেপ) দিয়ে। স্টাইল ও দামে ভারসাম্য বজায় রেখে তারা সরাসরি ক্রেতাদের কাছে পৌঁছে দেয় বলেই গুণমান বজায় রেখে দাম থাকে নাগালের মধ্যে।

 

পাভোই: দ্রুত ডেলিভারির সঙ্গে ঝকঝকে ডিজাইন
আমাজনে জনপ্রিয় এই ব্র্যান্ডটি মাত্র ৩০ ডলারের কম দামে বিভিন্ন ধরনের আকর্ষণীয় গহনা দিচ্ছে। চার্ম, ইনিশিয়াল নেকলেস থেকে শুরু করে স্ট্যাকিং রিং-সবই পেয়ে যাবেন এই ব্র্যান্ডে। কোয়ালিটি তুলনামূলকভাবে সাধারণ হলেও দ্রুত ডেলিভারি ও ঝামেলাহীন রিটার্ন সুবিধা থাকায় একে এক্সপেরিমেন্ট করার জন্য আদর্শ মনে করা হচ্ছে।

 

কুইন্স: আধুনিক ফ্যাশনে সাশ্রয়ী বিকল্প
কুইন্সে আপনি পাবেন বিয়ের আংটি, হীরার গহনা, এমনকি রিসাইকেলড গোল্ডের হার ও রিং। যারা প্রতিদিন পরার মতো দারুন ডিজাইন খুঁজছেন তাদের জন্য কুইন্স হতে পারে পারফেক্ট। এদের শিপিং একটু সময় নিলেও, দাম ও ডিজাইনের দিক দিয়ে সেরা দিকগুলোতে পড়ে।

 

ব্লু নাইল: পারিবারিক স্মৃতি বা মাইলফলকের জন্য সেরা
ব্লু নাইল মূলত বিয়ের আংটি ও দামী গহনার জন্য বিখ্যাত। এখানে আপনি নিজের পছন্দমতো মেটাল ও স্টোন বেছে নিয়ে গহনা পারসোনালাইজ করতে পারবেন। জন্মপাথর, মুক্তার হার বা ‘প্রমিজ রিং’-এর মতো চিরস্থায়ী উপহার খুঁজছেন? ব্লু নাইল হতেই পারে আপনার পছন্দের ঠিকানা।

ববলবার: মজার এবং ব্যক্তিগত উপহারের জন্য
আপনার নাম বা অক্ষর খোদাই করা কাস্টম গহনা খুঁজছেন? ববলবার দিচ্ছে ট্রেন্ডি ও ফান ডিজাইন—যা বিশেষ উপহার হিসেবে দারুন উপযোগী। যদিও এই ব্র্যান্ডের গহনার স্থায়িত্ব অন্যান্য ব্র্যান্ডের তুলনায় কিছুটা কম, তবে নিত্যব্যবহার আর উপহারের জন্য একে নির্ভরযোগ্য বলাই যায়।


চাইলে এখন আপনি নিজস্ব রুচি ও বাজেট অনুযায়ী খুঁজে নিতে পারেন পারফেক্ট গহনার ঠিকানা। প্রতিদিনের সাজে কিংবা প্রিয়জনের জন্য স্মরণীয় উপহার খুঁজতে হলে এই ব্র্যান্ডগুলোর কালেকশন দেখে নিতে ভুলবেন না!

 

 

 

সূত্র:https://tinyurl.com/bd7yrpt8

আফরোজা

×