.
বসন্ত সন্নিকটে। ফাগুন উৎসবের আনন্দ পূর্ণ করতে লা রিভ নিয়ে এসেছে ফাল্গুন কালেকশন ২০২৩। উজ্জ্বল রঙ আর চলতি ফ্যাশনের সবচেয়ে ট্রেন্ডি প্যাটার্নগুলো দিয়ে এই কালেকশনটি সাজানো হয়েছে। লা রিভের প্রধান নির্বাহী পরিচালক মন্নুজান নার্গিস বলেছেন, ‘আন্তর্জাতিক ফ্যাশন সিজনের উল্লেখযোগ্য সব প্যাটার্ন আর আমাদের ফাল্গুন উৎসবের রঙের ফিউশনে তৈরি হয়েছে লা রিভের ফাল্গুন কালেকশন। একই সঙ্গে থাকছে ভালোবাসা দিবসের বিশেষ ক্যাপসুল কালেকশন। প্যাটার্ন বোর্ডে পাওয়ার স্লিভস, স্টেটমেন্ট কলার, বাবল হেমলাইন, কার্টওয়ার্ক ও ইউটিলিটি ফিচারকে প্রাধান্য দেয়া হয়েছে।’ বিস্তারিত জানতে লগইন করুন লা রিভের অফিসিয়াল ফেসবুক পেজ www.facebook.com/lerevecraze