
ছবি: সংগৃহীত
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য পরিচালিত আবাসিক হোস্টেলের সার্বিক তত্ত্বাবধান ও ব্যবস্থাপনার লক্ষ্যে আবাসিক ইনচার্জ (পুরুষ) পদে একজন দক্ষ জনবল নিয়োগ দেবে আস-সুন্নাহ ফাউন্ডেশন। আগ্রহী প্রার্থীদের সিভি ই-মেইলের মাধ্যমে পাঠাতে অথবা সরাসরি অফিসে আবেদনপত্র জমা দিতে বলা হয়েছে।
পদের নাম: আবাসিক ইনচার্জ (পুরুষ)
পদসংখ্যা: ১টি
চাকরির ধরন: পূর্ণকালীন
কর্মস্থল: ঢাকা
যোগ্যতা ও অভিজ্ঞতা:
* স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম স্নাতক ডিগ্রি অথবা সমমানের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে।
* প্রার্থীকে নেতৃত্বদানের সক্ষমতা, সমস্যা সমাধানে দক্ষতা এবং প্রশাসনিক কাজে অভিজ্ঞ হতে হবে।
* শিক্ষার্থীদের আবাসন ব্যবস্থাপনা–সংক্রান্ত পূর্ব অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
অবসরপ্রাপ্ত সামরিক বা প্রশাসনিক কর্মকর্তারাও আবেদন করতে পারবেন।
বয়স: ন্যূনতম ৩৫ বছর
বেতন: ৭০,০০০ থেকে ১,০০,০০০ টাকা (আলোচনা সাপেক্ষে)
দায়িত্ব ও কর্তব্য:
* আবাসিক ভবনের সার্বিক তত্ত্বাবধান ও ব্যবস্থাপনা
* প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা ও তত্ত্বাবধান
* আবাসন, খাদ্য ও প্রশিক্ষণের মানোন্নয়নে পরামর্শ ও বাস্তবায়ন
* শিক্ষার্থীদের সুশৃঙ্খল রাখতে কার্যকর পদক্ষেপ গ্রহণ
* রক্ষণাবেক্ষণ, নিরাপত্তা ও স্বাস্থ্যবিধি নিশ্চিতকরণ
আবেদনের নিয়ম: সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি, পূর্ণ জীবনবৃত্তান্ত, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদসমূহ সংযুক্ত করে আবেদন ই-মেইলের মাধ্যমে [email protected] ঠিকানায় পাঠাতে হবে। ই-মেইলের বিষয়ের স্থানে অবশ্যই ‘আবাসিক ইনচার্জ’ উল্লেখ করতে হবে। আগ্রহীরা চাইলে সরাসরি আস-সুন্নাহ ফাউন্ডেশনের অফিসেও আবেদনপত্র জমা দিতে পারবেন।
আবেদনের শেষ সময়: ৯ মে ২০২৫
আসিফ