
বিমান বাংলাদেশ এয়ারলাইনস লিমিটেড জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ১৩টি ভিন্ন পদে মোট ৬৬২ জন কর্মী নিয়োগ দেবে। আগ্রহীরা আজ ২৩ এপ্রিল সকাল ১০টা থেকে অনলাইনে আবেদন করতে পারবেন।
নিয়োগের জন্য পদ ও পদসংখ্যা:
পেন্ট্রিম্যান (ক্যাজুয়াল) – ১৬২ জন
এয়ারক্রাফট ক্লিনার (ক্যাজুয়াল) – ১৬০ জন
এয়ারক্রাফট টেকনিক্যাল হেলপার (ক্যাজুয়াল) – ১৪০ জন
সিকিউরিটি গার্ড (ক্যাজুয়াল) – ১০০ জন
কিচেন হেলপার (ক্যাজুয়াল) – ২৫ জন
স্টোর হেলপার (ক্যাজুয়াল) – ১৮ জন
হাইজিন হেলপার (ক্যাজুয়াল) – ১৬ জন
বেকার হেলপার (ক্যাজুয়াল) – ১২ জন
মেইন্টেন্যান্স হেলপার (ক্যাজুয়াল) – ১০ জন
সিকিউরিটি গার্ড (ক্যাজুয়াল) – ১০০ জন
ফায়ার হেলপার (ক্যাজুয়াল) – ৫ জন
স্টোর হেলপার (শুধু পুরুষ) – ৫ জন
পাম্প অপারেটর (ক্যাজুয়াল) – ১ জন
ডিসওয়াসার (ক্যাজুয়াল) – ৮ জন
প্রতিটি পদের জন্য বয়সসীমা: সর্বোচ্চ ৩২ বছর (২৩ এপ্রিল ২০২৫ তারিখ অনুযায়ী)। বয়স প্রমাণে শুধুমাত্র এসএসসি সনদ গ্রহণযোগ্য, এফিডেভিট চলবে না।
আবেদনের যোগ্যতা:
প্রতিটি পদের জন্য নির্ধারিত যোগ্যতা, অভিজ্ঞতা ও শর্তাদি বিস্তারিতভাবে জানানো হয়েছে নিয়োগ বিজ্ঞপ্তিতে।
আবেদন ফি:
প্রত্যেক পদের জন্য আবেদন ফি ১১২ টাকা।
আবেদন পদ্ধতি:
আগ্রহীরা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের নির্ধারিত অনলাইন ওয়েবসাইট থেকে আবেদনপত্র পূরণ করতে পারবেন।
আবেদনের সময়সীমা:
আবেদন চলবে ২২ মে ২০২৫, বিকেল ৫টা পর্যন্ত।
সূত্র:https://tinyurl.com/2s3thfpj
আফরোজা